নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দাপুটে জয়ে এফএ কাপের ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। যদিও পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা চালিয়েছে ফরেস্ট। তবে শেষ পর্যন্ত ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
রোববার (২৭ এপ্রিল) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়েছে সিটি। এ জয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এদিন শুরু থেকেই দারুণ ছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় সিটি। মাতেও কোভাচিচের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে জোরাল নিচু শটে ঠিকানা খুঁজে নেন ২০ বছর বয়সী ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডার লুইস।
প্রথমার্ধের বাকি সময়েও আক্রমণের ‘পসরা’ সাজায় সিটি। তবে এ সময় গোলের জন্য আরও পাঁচটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলকে জয়ের পথে এগিয়ে নেন ভার্দিওল। ওমার মার্মাউশের কর্নারে বক্সে লাফিয়ে জোরাল হেডে গোলটি করেন ক্রোয়াট ডিফেন্ডার।
ম্যাচের ৬৬ ও ৮১তম মিনিটে দুটি দারুণ সুযোগ তৈরি করে নটিংহ্যাম। তবে দুইবারই ব্যর্থ হয় তারা। এর মধ্যে ৬৬তম মিনিটে মর্গ্যান গিবস-হোয়াইটের বুলেট গতির ভলি ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে।
শেষদিকে আরও কয়েকটি সুযোগ পায় নটিংহ্যাম। তবে সিটি গোলরক্ষক মার্টিন ওর্টেগার দৃঢ়তায় বল জালে জড়াতে পারেননি নটিংহ্যামের ফরোয়ার্ডরা।
আগামী ১৭ মে ফাইনালের লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে সিটিজেনরা। শেষ চারের ম্যাচে শনিবার অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে ২০১৬ সালের পর প্রথমবার ফাইনালে ওঠে প্যালেস।
আপনার মতামত লিখুন :