এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সদর দপ্তরে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ‘এইচ’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ।
সোমবার (২৮ এপ্রিল) এ ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী ‘এইচ গ্রুপে’ বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস ও তিমুরলেস্তে।
২০২৬ সালের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্টের মূল পর্ব। এর আগে চলতি বছর ২ থেকে ১০ আগস্ট অনুষ্ঠিত হবে বাছাইপর্ব।
মোট ৩৩টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে পাঁচটি দল থাকলেও বাকি প্রতিটি গ্রুপে চারটি করে দল রয়েছে।
প্রতিটি গ্রুপের শীর্ষ দল এবং আটটি গ্রুপের মধ্যে সেরা তিনটি দ্বিতীয় স্থান অধিকারী দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।
উল্লেখ্য, অনূর্ধ্ব-২০ পর্যায়ে এখন পর্যন্ত তেমন কোনো সাফল্য দেখেনি বাংলাদেশ নারী ফুটবল দল। এবারের বাছাইপর্বেও তাদের সামনে রয়েছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। গ্রুপে দক্ষিণ কোরিয়া একাধিকবারের সাবেক চ্যাম্পিয়ন ও শক্তিমত্তায় এগিয়ে থাকা দল।
ফলে বাংলাদেশকে ফাইনাল রাউন্ডে যেতে হলে অন্তত গ্রুপের রানার্স-আপ হতে হবে এবং সেই সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে থেকে সেরা তিন রানার্স-আপের মধ্যে থাকতে হবে।
আপনার মতামত লিখুন :