মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০১:৪০ পিএম

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন

রিয়াল ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০১:৪০ পিএম

রিয়াল ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি

ছবি: সংগৃহীত

কার্লো আনচেলত্তির হাত ধরে চলতি মৌসুমে ভালো করতে পারেনি রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে বিদায় নিয়েছে ১৫ বারের চ্যাম্পিয়নরা। লা লিগায়ও খুব ভালো অবস্থানে নেই লস বাঙ্কোসরা। টেবিল টপার বার্সার সাথে তাদের পয়েন্ট ব্যবধান চার।

দলটির কাছে চলতি মৌসুমে আরও দুটি শিরোপা জেতার সুযোগ এসেছিল। কিন্তু স্প্যানিশ সুপার কোপা এবং কোপা দেল রের ফাইনালে বার্সার কাছে হেরে সেই সুযোগও হাতছাড়া হয়। ফলে গুঞ্জন উঠেছে আনচেলত্তির রিয়াল ছাড়ার প্রসঙ্গে।

যদিও গত জানুয়ারিতে ডন কার্লো জানিয়েছিলেন, তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নেবেন না। তার আশা ছিল ২০২৯ সালে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ক্লাব ছাড়বেন তিনি।

তবে চলতি মৌসুমে ভরাডুবির পর রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন এই কোচ।

এদিকে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্ত হন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। তখন থেকেই গুঞ্জন ওঠে, রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি।

ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিবিএফের সভাপতি এদনালদো রদ্রিগেজ স্বয়ং আনচেলত্তিকে নিয়ে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। এ নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিনিধিও পাঠিয়েছেন তিনি। তবে কার্লোর পক্ষ থেকে তেমন কোনো সাড়া তখন পাওয়া যায়নি।

এবার কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের হারের পর সিবিএফ আবারও আনচেলত্তির কাছে প্রতিনিধি পাঠিয়েছেন বলে জানিয়েছে জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’।

সংবাদমাধ্যমটি নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে ব্রাজিল জাতীয় দলে তাঁর মেয়াদ হবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।

রিয়ালে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত। তবে এরই মধ্যে ড্রেসিং রুমে খেলোয়াড়দের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন ৬৫ বছর বয়সি আনচেলত্তি এমনটিই জানিয়েয়েছে ‘দ্য অ্যাথলেটিক’।

এদিকে গুঞ্জন আছে পরবর্তী কোচ হিসেবে জার্মান লেভার কুসেনের কোচ জাভি আলোনসোকে চাই রিয়াল মাদ্রিদ। তবে আসন্ন ক্লাব বিশ্বকাপের আগে পাওয়া যাবে না তাকে এমনটি তিনি নিজেই জানিয়েছিলেন। তা ছাড়া কার্লোও এর আগে জানিয়েছিলেন ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের ডাগ আউটেই থাকতে চান তিনি।

তবে সিবিএফ কার্লোকে কোচ হিসেবে দ্রুতই চাইছে। তারা জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে নারাজ।

‘দ্য অ্যাথলেটিক’ বলছে, ব্রাজিলের খ্যাতিমান এ ব্যবসায়ী কোপা দেল রে ফাইনালে লা কার্তুহা স্টেডিয়ামেও উপস্থিত ছিলেন। সিবিএফের পক্ষ থেকে তিনিই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। আনচেলত্তির পাশাপাশি আল হিলাল কোচ জর্জ জেসুসও ছিলেন ব্রাজিলের কোচ হওয়ার আলোচনায়। সিবিএফ আগামী জুনে আন্তর্জাতিক বিরতির আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায়।

এর আগে ১৯ এপ্রিল ‘দ্য অ্যাথলেটিকের’ আরও একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, রিয়াল ছাড়তে পারেন আনচেলত্তি এবং ব্রাজিল জাতীয় দল হবে তাঁর সম্ভাব্য গন্তব্য। তার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছে সিবিএফ এবং বলা হচ্ছে, আনচেলত্তি সিবিএফ ‘সভাপতির স্বপ্ন।’ আগামী সপ্তাহে এ বিষয়ে আরও বৈঠক হবে এবং সবকিছু পরিকল্পনানুযায়ী হলে আনচেলত্তি সিবিএফের চুক্তিপত্রে সই করবেন।

আরবি/আরডি

Link copied!