মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০২:১২ পিএম

রেকর্ড বুকে নাম লেখালেন ‘বিস্ময় বালক’ বৈভব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০২:১২ পিএম

রেকর্ড বুকে নাম লেখালেন ‘বিস্ময় বালক’ বৈভব

বৈভব সূর্যবংশী ।। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক ম্যাচেই আগমনী বার্তা দিয়েছিলেন ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী। প্রথম বলেই ভারতীয় অভিজ্ঞ পেসার শার্দুল ঠাকুরের বলে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে দুর্দান্ত এক ছয় হাঁকান এই তরুণ। এবার ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে যে ইনিংসটা খেললেন তা ছাড়িয়ে গেছে আগের সবকিছুকেই।

সেঞ্চুরি করা এই ইনিংসের মধ্যদিয়ে রীতিমতো তোলপাড় করেছেন এই তরুণ।

সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান

আইপিএলে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার গৌরব এখন ভারতের বৈভব সূর্যবংশীর। মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে এ কৃতিত্ব গড়েছেন তিনি।

এর আগে এই রেকর্ডটি ছিল আরেক ভারতীয় ব্যাটার বিজয় জোলের। ২০১৮ সালে মহারাষ্ট্রের হয়ে খেলতে গিয়ে মুম্বাইয়ের বিপক্ষে ১৮ বছর ১১৮ দিন বয়সে শতক করেছিলেন তিনি।

 এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তার সেঞ্চুরির সময় বয়স ছিল ১৮ বছর ১৭৯ দিন।

ফিফটিতে সর্বকনিষ্ঠ

আইপিএলে সবচেয়ে কম বয়সে ফিফটি পাওয়া খেলোয়াড়ও এখন বৈভব। আগের রেকর্ড রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের। ২০১৯ সালে দিল্লির বিপক্ষে ১৭ বছর ১৭৫ দিন বয়সে ফিফটি পেয়েছিলেন পরাগ।

দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি

মাত্র ৩৫ বলেই শতরান পূর্ণ করে বৈভব সূর্যবংশী জায়গা করে নিয়েছেন আইপিএলের দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে। একইসঙ্গে, তিনি হয়ে উঠেছেন ভারতীয় ব্যাটারদের মধ্যে এই টুর্নামেন্টে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করা খেলোয়াড়।

এর আগে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড ছিল ইউসুফ পাঠানের দখলে। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩৭ বলে শতক করেছিলেন তিনি।

তবে পুরো আইপিএল ইতিহাসে বৈভবের আগে আছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে গেইল তার ঐতিহাসিক ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন।

Link copied!