চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও দাপট দেখিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। এদিন প্রায় ২৮ মাসের আক্ষেপ ঘুচিয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার ব্যাটার সাদমান ইসলাম।
তবে চা বিরতির আগে দুই ব্যাটারের উইকেট হারিয়ে কিছুটা চাপে আছে বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তুলে চা বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচে ২২ রানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রথম বলেই উইকেট নিয়ে ব্যাটিংয়ে নেমে গিয়েছিল বাংলাদেশ। ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। দুজনের সাবলীল ব্যাটিংয়ে সচল থাকে রানের চাকা।
প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ফিফটির অপেক্ষায় থাকা এনামুল হক বিজয় ৮০ বলে ৩৯ রান করে আউট হন। সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়ের দুর্দান্ত ওপেনিং জুটিটা থামে দলের ১১৮ রানের মাথায়।
তবে বিজয় সাজঘরে ফিরলেও ২২ গজে টিকে ছিলেন সাদমান। ফিফটির পর দারুণ সব শটে রান করেছেন তিনি। যার ফলে ১৩৯২ দিন পর সেঞ্চুরির দেখাও পেয়ে যান তিনি।
সাদমানকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মমিনুল। এ দুই ব্যাটারের কার্যকরী ব্যাটিংয়ে সচল ছিল বাংলাদেশের রানের চাকা।
তবে চা বিরতির আগে যেন খাবি খায় বাংলাদেশ। ওয়েলিংটন মাসাকাদজার নিরীহ এক বলে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান মুমিনুল। ৬৪ বলে ৩৩ রান করে বিদায় নেন তিনি।
এরপর মমিনুলের দেখানো পথেই হাঁটেন সাদমান। ব্রায়ান বেনেটের করা এক বলে এলবিডব্লিউ হয়ে ১৮১ বলে ১২০ রান করে আউট হন সাদমান ইসলাম। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে চা বিরতির ঠিক আগে চাপে পড়ে যায় বাংলাদেশ।
এরপর পরিস্থিতি সামাল দিতে মাঠে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৩ উইকেট হারিয়ে ২০৫ রান করে চা বিরতিতে গিয়েছিল বাংলাদেশ দল।
বিরতি থেকে ফিরেই শান্ত-মুশফিকুরের ব্যাটে ভর করে লিডে যায় বাংলাদেশ।