ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ। যেখানে এখনো শিরোপার স্বাদ পায়নি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কিংবা আর্সেনাল। এবার তাদের সামনে এসেছে স্বপ্নপূরণের সুবর্ণ সুযোগ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে শিরোপার দৌড়ে এক ধাপ এগিয়ে যেতে এমিরেটস স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
দুই ক্লাবেরই ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা বহু পুরোনো। ২০০৬ সালে বার্সেলোনার কাছে ফাইনালে হেরেছিল আর্সেনাল। আর ২০২০ সালে বায়ার্ন মিউনিথের বিপক্ষে ফাইনাল হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল পিএসজির।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা পিএসজির জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এমিরেটস স্টেডিয়ামে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ভিলা পার্কে অ্যাস্টন ভিলার বিপক্ষে বেশ ভুগতে হয়েছে লুইস এনরিকের শিষ্যদের।
তাছাড়া সম্প্রতি দলের অন্যতম পারফরর্মার উসমান দেম্বেলের কিছুটা ছন্দহীনতায় ভুগছেন। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ২৫ ম্যাচে ২০ গোল করা দেম্বেলে এপ্রিল মাসে ছিলেন অনেকটাই নিস্তেজ। শেষ ৭ অ্যাওয়ে ম্যাচে মাত্র ২টি গোল, নিসের কাছে ৩-১ ব্যবধানে হারের ম্যাচেও ছিলেন গোলহীন।
এই পরিস্থিতিতে তার ফর্মে ফেরাটাই পিএসজি কোচ লুইস এনরিকের প্রধান প্রত্যাশা। অন্যদিকে, দলের আত্মবিশ্বাস ধরে রাখতে এগিয়ে এসেছেন অধিনায়ক মার্কুইনোস। তিনি মনে করিয়ে দিয়েছেন আর্সেনালের সেট পিসের শক্তির কথা, তবে তাদের প্রতিরোধ গড়ার রণকৌশলও জানেন বলে দাবি করেছেন।
এদিকে আর্সেনালও রয়েছে কিছু সমস্যায়। গুরুত্বপূর্ণ খেলোয়াড় থমাস পার্টি সাসপেনশনের কারণে এ ম্যাচ খেলতে পারবেন না। তার পরিবর্তে সুযোগ পেতে পারেন মিকেল মেরিনো।
এছাড়া চোটে থাকা বেন হোয়াইটের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে আক্রমণভাগে ফিটনেস থাকলে লিয়ান্দ্রো ট্রসার্ড হবেন দলের মূল ভরসা।
আর্তেতার অধীনে গড়ে ওঠা এই দলটি গত কয়েক মৌসুম ধরে ধারাবাহিকভাবে ভালো খেললেও কোনো বড় ট্রফি জিততে পারেনি। এবার যদি দলটি ইউসিএল শিরোপা জেতে, তাহলে তা হবে ক্লাব ইতিহাসে এক ঐতিহাসিক সাফল্য।