ঢাক প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে আবাহনী। এটি দেশের ক্রিকেটের তাদের টানা তৃতীয় শিরোপা। এ নিয়ে ২৪ বার চ্যাম্পিয়ন হয়ে নিজেদের রেকর্ডটাকে আরেকটু উঁচুতে ওঠাল আকশী-নীলেরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। যেখানে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আবাহনী।
এদিন আবাহনীর জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুন। এই দুই ব্যাটারের ১৩৫ রানের জুটিতে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। মোসাদ্দেক ৭৮ ও মিথুন ৬৬ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ-আরিফুল হকের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান করে মোহামেডান। মাহমুদউল্লাহ-আরিফুল দুজনের ব্যাট থেকেই আসে সমান ৫০ রান।
ডিপিএলে চলতি মৌসুমে ১৬ ম্যাচে ১৪ জয় নিয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী।
ঢাক প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে আবাহনী। এটি দেশের ক্রিকেটের তাদের টানা তৃতীয় শিরোপা। এ নিয়ে ২৪ বার চ্যাম্পিয়ন হয়ে নিজেদের রেকর্ডটাকে আরেকটু উঁচুতে ওঠাল আকশী-নীলেরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। যেখানে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আবাহনী।
এদিন আবাহনীর জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুন। এই দুই ব্যাটারের ১৩৫ রানের জুটিতে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। মোসাদ্দেক ৭৮ ও মিথুন ৬৬ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ-আরিফুল হকের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান করে মোহামেডান। মাহমুদউল্লাহ-আরিফুল দুজনের ব্যাট থেকেই আসে সমান ৫০ রান।
ডিপিএলে চলতি মৌসুমে ১৬ ম্যাচে ১৪ জয় নিয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী।
আপনার মতামত লিখুন :