ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

শেষ বিকেলে টাইগারদের ছন্দপতন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৫:৫৭ পিএম
ক্রিজে টিকে আছেন মিরাজ এবং তাইজুল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ভালো শুরুর পর তৃতীয় সেশনে এসে খেই হারিয়েছে বাংলাদেশ। তৃতীয় সেশনে ৪ উইকেটের পতনের পর ৮৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। দুজনের সাবলীল ব্যাটিংয়ে সচল থাকে রানের চাকা। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে যথারীতি দুর্দান্ত করে বাংলাদেশ। বিশেষ করে ওপেনার সাদমান ইসলাম তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি।

তবে চা বিরতির আগে যেন খাবি খায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শেষ দিকে পর পর দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।

তৃতীয় সেশনের শুরুটাও ভালো হয় বাংলাদেশের। অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে লিডে যায় বাংলাদেশ।

লিডে যাওয়ার পরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। দলীয় ২৫৯ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তের বিদায় নেন। এরপর একে একে টাইগারদের আরও তিন উইকেট তুলে নেয় জিম্বাবুয়ের বোলাররা।

ক্রিজে ৩৭ বলে ১৬ রান করে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমানে ম্যাচে ৬৪ রানের লিডে আছে বাংলাদেশ।

 

জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন ভিক্টোর মাসেকেসা। ১টি করে উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা এবং ব্রায়ান বেনেট।

এর আগে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রান সংগ্রহ করে অল আউট হয়। বাংলাদেশের হয়ে ৬ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।