আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মাঠ হোক কিংবা মাঠের বাইরে সর্বত্রই এই উত্তেজনা বিরাজ করে। এমনই এক ম্যাচে এবার মেজাজ হারিয়ে দর্শকদের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর কাছে বড় ব্যবধানে হেরেছে মোহামেডান। খেলার ফলাফল একপাক্ষিক হলেও ম্যাচ শেষে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ মেজাজ হারিয়ে তেড়ে যান গ্যালারির এক দর্শকের দিকে।
ম্যাচে মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিথুনের ফিফটির ওপর ভর করে সহজেই জয় তুলে নেয় আবাহনী। অন্যদিকে ব্যাটে-বলে হতাশাজনক পারফরম্যান্সে রানার্সআপ হতে হয় মোহামেডানকে।
খেলার ফলাফল মেনে মাঠ ছাড়ছিলেন রিয়াদ, এমন সময় স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড এলাকা থেকে কিছু দর্শক ‘ভুয়া ভুয়া’ বলে দুয়ো দিতে থাকেন, সঙ্গে চলে অশালীন ভাষার ব্যবহার।
এই আচরণে রিয়াদ মেজাজ হারান এবং ক্ষিপ্ত হয়ে সরাসরি গ্যালারির দিকে তেড়ে যান। উপস্থিত অনেকেই মনে করেন, তিনি দর্শকের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়াতে যাচ্ছিলেন। তবে সতীর্থ ও দলের কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম হয়নি।
পরবর্তীতে নিরাপত্তা বাহিনী ও দলের ম্যানেজমেন্ট পুরো পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি। এদিন পুরস্কার বিতরণী মঞ্চেও দেখা যায়নি মাহমুদউল্লাহকে।
সবসময় সংযত ও ভদ্র আচরণে পরিচিত মাহমুদউল্লাহ রিয়াদের এমন আচরণে ক্রিকেটভক্তদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বিষয়টিকে আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখলেও, অনেকেই মনে করছেন একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটারের এমন আচরণ কাঙ্ক্ষিত নয়।