ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

অন্ধকারে স্পেন, শঙ্কায় বার্সা-ইন্টার ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৬:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

স্পেনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোমবার (২৮ এপ্রিল) মাদ্রিদ ওপেনে সোমবার গ্রিগর দিমিত্রভ ও জ্যাকব ফার্নলির ম্যাচ স্থগিত হয়ে যায় দ্বিতীয় সেটের সময়।

এবার এই বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়তে পারে চ্যাম্পিয়নস লিগেও।

আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ঘরের মাঠে ইন্টার মিলানকে আতিথ্য দেবে বার্সেলোনা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে শঙ্কার মুখে পড়েছে ম্যাচটি।

স্পেন ও পর্তুগালে বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন স্থবির হয়েছে। এরই মধ্যে অচল হয়ে পড়েছে গণপরিবহন। এমনকি ফ্লাইটও বিলম্বিত হচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, বিদ্যুৎ বিভ্রাটে বিমানযাত্রা প্রভাবিত হওয়ায় বার্সেলোনা ও ইন্টারের ম্যাচ স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সেমিফাইনালের এ ম্যাচকে সামনে রেখে স্পেনে যাওয়ার কথা আছে ইন্টার মিলানের। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইতালিয়ান দলটির ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে টেনিসেও। সোমবার মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে গ্রিগর দিমিত্রভ ও জ্যাকব ফার্নলির ম্যাচ স্থগিত হয়ে গেছে দ্বিতীয় সেটের সময়। তখন ৬-৪, ৫-৪ গেমে এগিয়ে ছিলেন দিমিত্রভ। পরে বাধ্য হয়ে দিনের অন্য ম্যাচগুলোও স্থগিত করার ঘোষণা দিয়েছে আয়োজকরা।