ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সাফ অ্যাথলেটিকস স্থগিত, বাংলাদেশের নজর এশিয়ান চ্যাম্পিয়নশিপে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৭:০৭ পিএম
বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন। ছবি: সংগৃহীত

প্রায় দেড় দশক পর ভারতে দক্ষিণ এশিয়ার অন্যতম ক্রীড়া আসর সাফ অ্যাথলেটিকস মাঠে গড়ানোর কথা ছিল। এ নিয়ে সব ধরনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে ভারত জানিয়েছে, তারা আর এ আসরের আয়োজন করছে না।

মূলত রাজনৈতিক নানা অস্থিরতা ও অভ্যন্তরীণ ইস্যুর কারণে তারা পেছাতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোকে জানিয়ে দেয় সাফ অ্যাথলেটিকস আয়োজন সম্ভব নয়। তারই প্রেক্ষিতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন মঙ্গলবার (২৮ এপ্রিল) সাফের জন্য চলমান ক্যাম্প বাতিলের ঘোষণা দেয়।

চলতি বছরই দক্ষিণ কোরিয়ায় এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এটিকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

তিনি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পাঁচ জন অ্যাথলেট যাচ্ছেন। এদের মধ্যে দু’জন পুরুষ এবং তিনজন নারী। দলে রয়েছেন, স্প্রিন্টার শিরিন আক্তার ও ইসমাইল, হাইজাম্পার মাহফুজুর রহমান ও রিতু আক্তার এবং হার্ডলার নাজিমুল হাসান রনি।

নারী স্প্রিন্টারের মনোনয়ন চূড়ান্ত করতে জাতীয় স্টেডিয়ামে দুই দিনব্যাপী ট্রায়ালের আয়োজন করেছিল অ্যাথলেটিকস ফেডারেশন। এতে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশের দুই শীর্ষ স্প্রিন্টার শিরিন আক্তার ও সুমাইয়াকে। প্রথম দিনের ট্রায়ালে উপস্থিত ছিলেন সুমাইয়া, তবে অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি শিরিন।

দল চূড়ান্ত করতে জাতীয় স্টেডিয়ামে দু’দিনের ট্রায়ালের আয়োজন করে অ্যাথলেটিকস ফেডারেশন। সেখানে উপস্থিত ছিলেন, সম্ভাব্য দুই নারী স্প্রিন্টার—শিরিন আক্তার ও সুমাইয়া। প্রথম দিন সুমাইয়া উপস্থিত থাকলেও শিরিন আসতে পারেননি। তবে পরের দিন শিরিন ট্রায়ালে অংশ নিলেও সুমাইয়া ছিলেন অনুপস্থিত।

ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম জানিয়েছেন, দু’জনই আলাদাভাবে একদিন করে ট্রায়াল দিয়েছেন। টাইমিং বিশ্লেষণে শিরিন (১১.৮৫ সেকেন্ড) এগিয়ে থাকায় তাকে চূড়ান্ত করা হয়েছে। সুমাইয়ার টাইমিং ছিল ১১.৯৯ সেকেন্ড।