ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ট্রলের শিকার শ্রাবণই বসুন্ধরার জয়ের নায়ক 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৭:৩৭ পিএম
মেহেদী হাসান শ্রাবণ। ছবি : সংগৃহীত

চোটের জর্জরিত স্কোয়াড আর শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়ে ফেডারেশন কাপের ফাইনালের বাকি ১৫ মিনিটে লড়তে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। আর এতকিছুর মধ্যেও দলটি জিতে নিয়েছে টানা চতুর্থ শিরোপা।

টাইব্রেকারে আবাহনীকে হারানোর পর কিংস কোচ ভ্যালেরি তিতে জানিয়েছেন, এ ম্যাচ ঘিরে চাপ এতটাই বেশি ছিল যে, এক সপ্তাহে তিনি ভালো করে ঘুমাতে পারেননি। 

এ ছাড়া এই জয়ে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকেও কৃতিত্ব দিতে ভোলেননি এই কোচ। ট্রাইবেকারে আবাহনীর দুটি বল ঠেকিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের স্থগিত অংশে টাইব্রেকারে ৫-৩ গোলে জয় পায় কিংস। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিতে বলেন, আমি খুব খুশি এই জয়ে। গত সাত দিন ঘুমাতে পারিনি। এমনকি ম্যাচের আগের রাতে মাত্র এক ঘণ্টা ঘুমিয়েছি। সবাই ভাবে বসুন্ধরা কিংস মানেই আগের সেই দাপুটে দল, কিন্তু দলটা এখন অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

চলতি মৌসুমে মিগেল ফিগেইরা ও কাজী তারিক রায়হানের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইনজুরির কারণে দলের বাইরে থাকায় চাপ বেড়েছে কোচের। তবে মৌসুমে দুটি শিরোপা (বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ) জিতে কিছুটা স্বস্তি এসেছে।

তিতে বলেন, ‘আমাদের লক্ষ্য এখন লিগে দ্বিতীয় অবস্থান নিশ্চিত করা। চোটের কারণে নিয়মিত একাদশ গঠন করা কঠিন হয়ে পড়েছিল। তবু সবাই মিলে চেষ্টা করেই ফল এনেছি।

গত সপ্তাহে স্থগিত হওয়া ফাইনালের প্রথম অংশে লাল কার্ড দেখেন কিংস মিডফিল্ডার ফয়সাল আহমেদ ফাহিম। 

বিষয়টি নিয়ে খানিকটা ক্ষোভ প্রকাশ করে তিতে বলেন, ফাহিমের আগে ইনসান আলি ফাউল করেছিল, কিন্তু কার্ড দেখা যায়নি। আমি রেফারিং নিয়ে কথা বলতে চাই না, তবে সিদ্ধান্তটা আমাদের বিপক্ষে গেছে।

শেষ ১৫ মিনিটের স্থগিত অংশে দারুণ পারফর্ম করে ম্যাচসেরা হন কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। টাইব্রেকারে আবাহনীর শট ঠেকিয়ে দলকে জয়ের পথে রাখেন তিনি। 

টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পান আবাহনীর মিতুল মারমা আর সেরা খেলোয়াড় হন কিংস ডিফেন্ডার তপু বর্মণ।