বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক ইত্তেফাকের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে বোর্ড।
সোমবার (২৮ এপ্রিল) পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, ২৪ এপ্রিল তারিখে প্রকাশিত ‘দৈনিক ইত্তেফাক’-এর দ্বিতীয় সংস্করণের একটি প্রতিবেদন মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।
প্রতিবেদনটি প্রথম পৃষ্ঠায় এবং ছয় নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর কলামে প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল ‘স্বেচ্ছাচারিতায় জিম্মি বাংলাদেশ, কমছে মান, আসছে না কাঙ্ক্ষিত ফল’।
বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিবেদনের মাধ্যমে বোর্ড ও এর সভাপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, বিসিবি সভাপতি বিপুল পরিমাণ অর্থ এমন এক ব্যাংকে স্থানান্তর করেছেন, যেখানে আর্থিক সমস্যা রয়েছে—যা বিসিবির মতে, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।
নোটিশে আরও বলা হয়, প্রতিবেদনটি প্রস্তুতের সময় কোনো যাচাই-বাছাই করা হয়নি এবং তথ্যসূত্র ছিল অবিশ্বস্ত। এর ফলে শুধু দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।
বিসিবি স্পষ্ট করেছে, সংস্থাটি আর্থিক কার্যক্রমে সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতি মেনে চলে। তাই এ অভিযোগকে গুরুতর অপপ্রচার হিসেবে বিবেচনা করছে তারা।
নোটিশে ‘দৈনিক ইত্তেফাক’-এর সম্পাদক ও প্রকাশককে আগামী তিন কার্যদিবসের মধ্যে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশের ক্রিকেট প্রশাসন।