চট্টগ্রাম টেস্টে মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে বিপক্ষে ২১৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
বুধবার (৩০ এপ্রিল) দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাটিং ধস থামিয়ে তৃতীয় দিনটা আপাতত ভালোই করেছে টাইগাররা। প্রথম সেশনে মিরাজ অর্ধশতক তুলে নিয়েছিলেন। আর দ্বিতীয় সেশনে তিনি তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক।
এ ছাড়াও তানজিম সাকিবের ৪১ এবং তাইজুল ইসলামের ২০ রান বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে সহায়তা করে। মিরাজ আজ টেস্টে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন। এর আগে ১০৩ রান ছিল তার ব্যক্তিগত সর্বোচ্চ। বুধবার (৩০ এপ্রিল) ১০৪ রানে মাসেকাসের বলে আউট হয়েছেন টাইগার এই অলরাউন্ডার।
এদিকে জিম্বাবুয়ের হয়ে টেস্টে অভিষেকেই ৫ উইকেট শিকার করেছেন ভিন্সেন্ট মাসেকাসে। জিম্বাবুয়ের এই স্পিনার ৩১.২ ওভার বল করে ১১৫ রানে নিয়েছেন ৫ উইকেট। বাকি চার বোলার নিয়েছেন একটি করে উইকেট। একটি রানআউট হয়েছে।
এর আগে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে সাদমান ইসলাম করেন ১২০ রান। তবে তার সঙ্গে কেউ ভালো জুটি করতে পারছিলেন না। দ্বিতীয় দিনের শেষ সেশনে হঠাৎ ব্যাটিং ধস নামে বাংলাদেশের। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে বড় সংগ্রহের পাশাপাশি বড় লিডও পেল টাইগাররা।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে মিরাজ আজ করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। তার আগে টেস্টে দুই হাজার রানের পাশাপাশি ২০০ উইকেট পাওয়া ২৬তম ক্রিকেটার বনে গেছেন মিরাজ। আর এমন কীর্তি বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয়। মিরাজের আগে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান।
এছাড়াও আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ। টেস্টে বাংলাদেশিদের মধ্যে নবম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।