ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সাকিবকে পিছনে ফেলে কিংবদন্তিদের পাশে মিরাজ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৩:২৭ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরীর পর ব্যাট উঁচিয়ে মেহেদী হাসান মিরাজের উদযাপন। ছবি: সংগৃহীত

টেস্টে চার বছর পর সেঞ্চুরির দেখা পেলেন মেহেদী হাসান মিরাজ। তার ব্যাটিং ভেলকিতে  জিম্বাবুয়ের বিপক্ষে বড় লিড নিশ্চিত করেছে টাইগার বাহিনী।  একইসঙ্গে টেস্ট সংস্করণে ২০০০ রান ও ২০০ উইকেট পূর্ণ করে সাকিব আল হাসান ছাড়িয়ে গেলেন মিরাজ।

সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে মিরাজ টেস্ট ক্রিকেটে ২০০০ রান এবং ২০০ উইকেটের চক্রপূরণ করেছেন। অবশ্য ম্যাচের সংখ্যা হিসেবে মিরাজ টপকেছেন সাকিবকে। জায়গা করে নিয়েছেন ক্রিকেট কিংবদন্তিদের কাতারে। 

নিজের ৫৩তম টেস্টে এসে ২০০০ রান ও ২০০ উইকেটের ডাবল পূরণ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। পুরো বিশ্বে যা ৫ম দ্রুততম। তার চেয়ে কম সময়ে ক্রিকেটে এই ডাবল পূরণ করেছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম (৪৩ টেস্ট), পাকিস্তানের ইমরান খান (৫০ টেস্ট), ভারতের কপিল দেব (৫০ টেস্ট) ও ভারতের রবিচন্দ্রন অশ্বিন (৫১ টেস্ট)।

ভারতের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অবশ্য যৌথভাবে ৫ম স্থান ভাগাভাগি করছেন মিরাজের সঙ্গে। দুজনেই নিজেদের ৫৩তম টেস্টে ২০০০ রান এবং ২০০ উইকেটের ডাবল পূরণ করেছেন। সাকিব আল হাসানের এই ডাবল পূরণে দরকার হয়েছিল ৫৪ টেস্ট। 

সিলেটে ক্যারিয়ারের ৫২তম টেস্ট ম্যাচে এসে মিরাজ তার ২০০তম উইকেট নিয়েছেন। আর চট্টগ্রামে ৫৩তম টেস্টে এসে নিশ্চিত করেছেন ২০০০ রান করেছেন। আর সাকিব তার ২ হাজার রান পূরণ করতে খেলেছিলেন ৩১ টেস্ট। কিন্তু ২০০তম টেস্ট উইকেটের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ৫৪ তম ম্যাচ পর্যন্ত।

খেলাধুলার আরো খবর পড়ুন