আগামী মাসের শেষের দিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান।
যদিও সিরিজটি তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ার কথা ছিল।
বুধবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সংস্থাটি জানায়, আগামী বছর আইসিসি (পুরুষ) টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায়, উভয় ক্রিকেট বোর্ড পারস্পরিক সম্মতিতে তিনটি ওয়ানডে ম্যাচের পরিবর্তে আরও দুটি টি-টোয়েন্টি ম্যাচ যোগ করতে রাজি হয়েছে।
২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত সিরিজের ম্যাচগুলো হবে ফয়সালাবাদ ও লাহোরে।
সূচি অনুযায়ী, ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে।
এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন ও ৩ জুন। সব কটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
একনজরে বাংলাদেশের পাকিস্তান ম্যাচের সূচি
১ম টি-টোয়েন্টি-২৫ মে-ফয়সালাবাদ
২য় টি-টোয়েন্টি-২৭ মে-ফয়সালাবাদ
৩য় টি-টোয়েন্টি-৩০ মে-লাহোর
৪র্থ টি-টোয়েন্টি-১ জুন -লাহোর
৫ম টি-টোয়েন্টি-১ জুন-লাহোর
আপনার মতামত লিখুন :