ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

আবারও ‘ফ্লিক জাদু’ দেখার অপেক্ষায় বার্সা সমর্থকরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৫:৪২ পিএম
বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে দলটি। তা ছাড়া আছে ‘ট্রেবল জয়ের’ দারুণ সুযোগ। অনেক বছর পর এমন বার্সাকে দেখে বেশ উচ্ছ্বসিত কাতালানরা।

চলতি বছর এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা। দলটির এমন সাফল্যের পেছনের কারিগর জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। তার জাদুর কাঠিতেই আগাগোড়া পাল্টে গেছে ধুঁকতে থাকা দলটি।

বুধবার (৩০ এপ্রিল) চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের প্রথম লেগে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ঘরের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনা। তাই সমর্থকদের প্রত্যাশা থাকবে ঘরের মাঠে আরও একবার হ্যান্সি ফ্লিকের অনবদ্য কৌশল দেখার।

হ্যান্সি ফ্লিক সাধারণত ‘অফসাইড ট্র্যাপে’ ফেলে প্রতিপক্ষের আক্রমণকে প্রতিহত করে থাকে। তা ছাড়া তার ‘লাইন ব্রেকিং’ কৌশল যেকোনো দলের ফরোয়ার্ডদের জন্য হুমকি হিসেবে কাজ করে। যা রিয়ালের বিপক্ষে ম্যাচে দেখা গেছে।

এদিকে, কম যায় না ইন্টার মিলানও। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে লাউতারো মার্তিনেজের দলটি। তবে তাদের সামনে ‘ট্রেবল’ জয়ের সুযোগ থাকলেও সেটি তারা হাতছাড়া করেছে।

গত সপ্তাহে অনেকটাই ছন্দহীনতায় কাটিয়েছে দলটি।

তবে বার্সেলোনার বিপক্ষে সেই দুঃস্বপ্ন ভুলতে চাইছেন দলটির কোচ সিমোনো ইনজাগি। এ নিয়ে  দলকে বার্সেলোনার মুখোমুখি হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

বার্সার বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেছেন, ‘গত সপ্তাহের সবকিছু ভুলে যাও। চার বছর ধরে এই খেলোয়াড়রা অসাধারণ কিছু করছে এবং তারা সেটা করে যাচ্ছে।’

‘গত সপ্তাহ তাদের সেই পরিশ্রমকে মুছে দিচ্ছে না। দারুণ একটা মৌসুম কাটছে। আমরা সবশেষ তিন ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করেছি। আমাদের আরও ভালো করতে হবে…।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিটি শিরোপার জন্য লড়াই করছিলাম, যখন কেউ কেউ বলছিল ইতালিতে (সেরি আ) সেরা চারে থাকা কঠিন হবে। আমাকে এই ছেলেদের এবং দলের সম্পর্কে খারাপ কথা বলতে শুনবেন না। তাদের ধন্যবাদ, গত চার বছরে আমরা সব প্রত্যাশা ছাড়িয়ে গেছি।’

২০২১ সালে ইন্টার মিলানের দায়িত্ব নেওয়া ইনজাগির কোচিংয়ে একটি সেরি আ, দুটি ইতালিয়ান কাপ জিতেছে ইন্টার মিলান।

২০২৩ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছিল দলটি তার হাত ধরে। তবে সেবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে শিরোপার স্বপ্ন ভাঙে ইন্টারের।

এদিকে, ইন্টারের বিপক্ষে লড়াইয়ের আগে, পূর্বের কথা ভুলে যেতে চাইছেন ফ্লিক। এ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অতীতের ম্যাচগুলো নিয়ে কিছু যায় আসে না। আমি এসব নিয়ে ভাবি না, কারণ এটা আমার কাজ নয়, আমি দলের ওপর মনোযোগ দিচ্ছি।’

‘আমি যা দেখতে পাচ্ছি, তা হলো সবাই এ ম্যাচে মনোযোগী, সবাই জানে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা কতটা গুরুত্বপূর্ণ।’-যোগ করেন তিনি।