আগামী বছর সেপ্টেম্বরে জাপাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর।
সব ঠিক থাকলে ৪৫টি দেশের প্রায় ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তা অংশ নেবেন এবারের গেমসে।
এশিয়ার এ শীর্ষ গেমসে থাকে ৪১টি ক্রীড়া ইভেন্ট। যার মধ্যে অন্যতম ক্রিকেট। তবে জাপানে ক্রিকেটের জন্য তেমন কোনো অবকাঠামো না থাকায় শঙ্কা দেখা দিয়েছে এবারের গেমসে ক্রিকেট থাকবে কি না!
বুধবার (৩০ এপ্রিল) থেকে শুরু হয়েছে এশিয়ান গেমস নিয়ে তিন দিনব্যাপী একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে অংশ নিচ্ছে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের সংগঠক কমিটি ও এশিয়ার অলিম্পিক কাউন্সিল।
এ সম্মেলনের মূল সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হবে ১ ও ২ মে। যেখানে এবারের এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজকে’ দেওয়া এক সাক্ষাৎকারে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, এশিয়ার অলিম্পিক কাউন্সিলের বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদন এখনো প্রয়োজন।
যদিও তিনি এটিকে শুধু একটি প্রক্রিয়াগত বিষয় বলে মনে করেন, তবু অনুমোদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে, এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে জাপানের আইচি প্রদেশে। এ নিয়ে সেখানে আয়োজকরা অস্থায়ী স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছেন।
এর আগে, ২০২৩ সালে এশিয়ান গেমসে পুরুষদের ১৪টি ও নারীদের ৯টি দল ক্রিকেটে অংশ নিয়েছিল। এবার কতটি দল খেলবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :