ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের হারালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৮:২৬ এএম

দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের হারালো বাংলাদেশ

ছবি: ইন্টারনেট

দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের বড় জয়ে আফগানিস্তানকে পরাজিত করে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৫২ রান । শান্ত ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে দলের সংগ্রহকে মজবুত ভিত্তি দেন এবং ম্যাচ সেরা হন।

আফগানিস্তানের জন্য ২৫৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তাসকিন আহমেদ প্রথমেই রহমানুল্লাহ গুরুবাজের উইকেট তুলে নিয়ে দলকে সাফল্য এনে দেন। পরে নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নেন, যার ফলে আফগান ব্যাটিং লাইনআপে বিপর্যয় নেমে আসে। আফগানিস্তানের পুরো দল ১৮৪ রানেই গুটিয়ে গেলে বাংলাদেশ ৬৮ রানের জয় নিশ্চিত করে।

বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ তিনটি এবং মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট পান। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ সোমবার অনুষ্ঠিত হবে, যা সিরিজের ফয়সালা নির্ধারণ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!