প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলো নিউজিল্যান্ড দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ড ৩২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দলকে।
টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রান তোলে কিউই নারীরা। অ্যামেলিয়া কের দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়া নারী দল ৯ উইকেটে ১২৬ রান তোলে।
দক্ষিণ আফ্রিকা নারী দলের অধিনায়ক লরা ভলভার্দ সর্বোচ্চ ৩৩ রান করেন। তাতে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় নিউজিল্যান্ড দল। আগে দু’বার ফাইনাল খেলে শিরোপা জিততে না পারলেও, এবার সেই আক্ষেপ ঘুচিয়েছে কিউইরা।
আপনার মতামত লিখুন :