ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতার গুরুত্ব আবারও প্রমাণিত হল তামিম ইকবালের মাধ্যমে। যার সফল নেতৃত্বে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে। আর এতে করে ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তামিম।
বিপিএলের ফাইনালে চট্টগ্রাম কিংসের ১৯৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে বরিশাল রুদ্ধশ্বাস জয় পেয়েছে, যেখানে তামিমের অবদান ছিল সবচেয়ে বড়। দুর্দান্ত নেতৃত্বের পাশাপাশি ওপেনিংয়ে ২৯ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে তামিম রান তাড়ার ভিত্তি তৈরি করেন। যা বরিশালকে জয়ের দিকে এগিয়ে নেয়।
অন্যদিকে, ব্যাট ও বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি নেতৃত্ব দিয়ে দলকে প্লে-অফে উঠিয়েছেন এবং ১৪ ম্যাচে ২৭.৩০ গড় ও ১৩২.৯৫ স্ট্রাইকরেটে ৩৫৫ রান করেছেন।
এছাড়া বল হাতে ৭.৭১ ইকোনমি রেটে ১৩ উইকেটও তুলে নেন মিরাজ। সব মিলিয়ে টুর্নামেন্ট সেরা পুরস্কার তার হাতেই উঠেছে।
আপনার মতামত লিখুন :