ম্যানচেস্টারে ‘নতুন মেসি’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০১:৩৮ পিএম

ম্যানচেস্টারে ‘নতুন মেসি’

ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেননতুন মেসিখ্যাত আর্জেন্টাইন মিডফিল্ডার ক্লাউদিও এচেভেরি।

২০২৪ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে কোটি ২৫ লাখ পাউন্ডে এচেভেরিকে চুক্তিবদ্ধ করে পেপ গার্দিওলা। তবে গত মাস পর্যন্ত ধারে রিভার প্লেটেই থেকে যান এই আর্জেন্টাইন।

সদ্যই অনুর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে এচেভেরির নেতৃর্ত্বেই খেলেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে ম্যাচে গোল করেন তিনি। তবে উক্ত টুর্নামেন্টে প্যারাগুয়ের সাথে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা।

১৯ বছর বয়সী এই ফুটবলার ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে দারুণ রোমাঞ্চিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘ম্যানচেস্টারে থাকতে এবং অবশেষে নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে পেরে আমি কতটা রোমাঞ্চিত, তা বলে বোঝাতে পারব না। ফুটবল আমার জীবন এবং স্বপ্ন ছিল ইউরোপের সেরা দলগুলোর একটিতে খেলা। এখন সেই স্বপ্ন পূরণের আরও কাছে আমি।

তিনি আরও উল্লেখ করেন, “ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা দলগুলোর একটি। তারা শুধু ট্রফিই জেতে না, তারা খেলাটি খুব সুন্দরভাবে খেলে।

গত চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটির এবারের মৌসুম ভালো কাটছে না। লিগে পেপ গুয়ার্দিওলার দল আছে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২০ পয়েন্টে পিছিয়ে। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ লিগ কাপ থেকে বিদায় নিয়েছে তারা।

আগামী শনিবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় সারির দল প্লাইমাউথের মুখোমুখি হবে সিটি।

আরবি/আরডি

 

Link copied!