জার্মান লিগ বুন্দেসলিগায় স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করেছে বায়ার্ন মিউনিখ। দলের পক্ষে গোল করেছেন মাইকেল ওলিস, লিয়ন গোরেৎজকা এবং কিংসলি কোম্যান।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এমএইচপি অ্যারেনা-তে বায়ার্নকে আতিথ্য দেয় স্টুটগার্ট। এদিন ম্যাচের শুরুতেই কিছুটা পিছিয়ে পড়েছিল বায়ার্ন, কারণ ৩৪ মিনিটে মিডফিল্ডার অ্যাঞ্জেলো স্টিলার স্টুটগার্টকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। তবে, প্রথমার্ধের শেষ মিনিটে ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসয়ের গোলে সমতা আনে বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে বায়ার্ন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬৪ মিনিটে লিয়ন গোরেৎজকা গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ৯০তম মিনিটে, ম্যাচের তৃতীয় গোলটি করেন আরেক ফরাসি উইঙ্গার কিংসলি কোম্যান এবং বায়ার্ন মিউনিখ ৩-১ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়ে।
এই জয়টি বাভারিয়ানদের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে। বর্তমানে ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তারা লেভারকুসেনকে ১১ পয়েন্টে পিছনে ফেলে শীর্ষে অবস্থান করছে। অপরদিকে, স্টুটগার্ট ২৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :