বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে, অবসর নিচ্ছেন মুশি-রিয়াদ!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৪:৫৯ পিএম

বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে, অবসর নিচ্ছেন মুশি-রিয়াদ!

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একরাশ হাতাশ নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। পুরো টুর্নামেন্ট জুড়ে ছিলো দলের ব্যাটিং ব্যর্থতা। প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের সাথে ব্যাটারদের করুণ আত্মাহুতি’র পর পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে কোন ম্যাচ না জিতে মাত্র ১ পয়েন্ট নিয়ে দেশে ফেরে শান্ত বাহিনী। 

ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এমন ভরাডুবি নিয়ে নানা মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আর এই আলোচনা-সমালোচনার মধ্যেই সুখবর আছে নাজমুল শান্তদের জন্য। 

আইসিসির ভবিষ্যৎ সফরসূচী অনুযায়ী, আগামী মার্চে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিরিজ খেলার কথা আছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের। টেস্ট সিরিজও আয়োজন হতে পারে এসময়। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। 

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্ম করে সমালোচিত হয়েছেন দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। অনেক ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটাররা ইতোমধ্যেই তাদের অবসরের দাবি তুলেছেন। 

তবে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের বিষয়ে এখন পর্যন্ত কোন ইঙ্গিত পাওয়া যায়নি। 

আইসিসি’র ভবিষ্যৎ সূচি অনুযায়ী, আগামী মে মাসে তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। তারপর জুন-জুলাইতে শ্রীলঙ্কার মাটিতে খেলবে পূর্নাঙ্গ সিরিজ।  

সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে বাংলাদেশ সফরে আসবে ভারত। এই দুই সিরিজের মধ্যবর্তী সময়ে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচ করে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা আছে পাকিস্তানের।
 

আরবি/আরডি

Link copied!