বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

আইপিএল বয়কটের ডাক দিয়েছেন ইনজামাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৯:৫৫ পিএম

আইপিএল বয়কটের ডাক দিয়েছেন ইনজামাম

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি’র স্বাগতিক দেশ পাকিস্তান। দুই দেশের বৈরি রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে হাইব্রিড মডেল অনুসরণ করে আয়োজন করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত-বিরাটরা নিজেদের সবগুলো ম্যাচ খেলছে দুবাইতে। 

এনিয়ে ক্রিকেট বিশ্বে চলছে চরম তর্ক-বিতর্ক। চ্যাম্পিয়ন্স ট্রফি’তে ভারত সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছেন অনেক সাবেক ক্রিকেটার। এবার সেই সুরে তাল মেলালেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইনজামাম-উল-হক। 

ভারতীয়দের কড়া সমালোচনা করতে গিয়ে তিনি তুলে ধরেন আইপিএল প্রসঙ্গ। সাধারণত বিশ্বের কোন ফ্রাঞ্চ্যাইজি লিগে ভারতীয় খেলোয়াড়দের খেলতে দেয় না দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে প্রসঙ্গ টেনে ইনজামাম বলেন, ‘অন্য সব দেশের বোর্ডগুলোর উচিত আইপিএলে ক্রিকেটার না পাঠানো।’

পাকিস্তান এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক হওয়ার পরও রিজওয়ান-বাবরদের ভারতের বিপক্ষে খেলতে হয়েছে দুবাই গিয়ে। তাছাড়া সেমিতে ওঠা ৪ দলই অবস্থান করছে দুবাইতে। 

এমন পরিস্থিতিতে পাকিস্তান জুড়ে চলছে তুমুল আলোচনা। আর এসব বিষয় নিয়ে টেলিভিশনের এক বিতর্কে কথা বলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম। 
এসময় তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির কথা বাদ দিন, আইপিএলে কী হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে ঠিকই অংশ নেয়। অথচ ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না। অন্য দেশের বোর্ডগুলোর উচিত আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। ভারত যদি তাদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলোরও একই পদক্ষেপ নেওয়া উচিত।’

প্রসঙ্গত, জাতীয় দলের বা বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা কোন ক্রিকেটারকে দেশের বাইরের ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয়না বিসিসিআই। 
 

আরবি/আরডি

Link copied!