সব জল্পনার অবসান ঘটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে পা রেখেছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। আর দ্বিতীয় স্থান থেকে সেমিতে উঠেছে নিউজিল্যান্ড।
রোববার (২ মার্চ) চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত এবং নিউজিল্যান্ড।
দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। তাসের ঘরের মতো ভেঙে পড়ে টপ অর্ডার। দলীয় ৩০ রানেই বিদায় নেন রোহিত শর্মা, গিল ও বিরাট কোহলি।
এরপর অক্ষর প্যাটেলকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন দলের অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াস আইয়ার। ৬১ বলে ৪২ করে ফেরার আগে শ্রেয়াসের সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন অক্ষর। এরপর লোকেশ রাহুলের ২৯ বলে ২৩ ও হার্দিক পান্ডিয়ার ৪৫ বলে গড়া ৪৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে ভারত।
দলের হয়ে সর্বাধিক ৭৯ রানের ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি একাই শিকার করেন ৫ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে কিছুটা ধীর গতিতে শুরু করে কিউইরা। এরপর দলীয় ৫০ রানের মধ্যে ২ উইকেট হারালে কিউইদের হাল ধরেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। তবে একাই লড়াই করে যান তিনি। উইকেটের এক প্রান্ত তিনি আগলে রাখলেও অপর প্রান্তে ছিলো শুধুই আশা যাওয়ার মিছিল।

১২০ বলে ৮১ রান করে উইলিয়ামসন যখন সাজঘরে ফিরলেন, ততক্ষণে কিউইরা ম্যাচ থেকেও ছিটকে গেছে। শেষদিকে ৩১ বলে ২৮ রান করেন মিচেল স্যান্টনার।
কিন্তু শেষ এতে শেষ রক্ষা হয়নি। ৪৫.৩ ওভারে ২০৫ রানে অল-আউট হয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ৪২ রানের খরচায় শিকার করেন ৫ উইকেট।
)
এদিকে `বি` গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা, রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়ন দল অন্য গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে ফাইনালে ওঠার লড়াইয়ে। আগামী ৪ মার্চ শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির লড়াই।
এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফি’২৫-এর সেমির সূচী:
ভারত বনাম অস্ট্রেলিয়া - ৪ মার্চ ২০২৫ – দুবাই (বাংলাদেশ সময় দুপুর ৩টা)
দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড - ৫ মার্চ ২০২৫ – লাহোর (বাংলাদেশ সময় দুপুর ৩টা)
আপনার মতামত লিখুন :