কিছুদিন আগেই স্টিভেন স্মিথ বলেছিলেন, তিনি ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছেন এবং এখন এই শেষ সময়টুকু নিয়ে ভাবতে চান। এবার সেই শেষটা ঘটল। ১৭০টি ওয়ানডে ম্যাচ, দুটো বিশ্বকাপ শিরোপা ও অসংখ্য স্মরণীয় মুহূর্ত রেখে স্মিথ ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন।
গতকাল মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচটি ছিল স্মিথের ওয়ানডে ফরম্যাটে শেষ ম্যাচ। ওই ম্যাচে ৯৬ বলে ৭৩ রানের ইনিংস খেলে স্মিথ নিজের চিরচেনা ওয়ানডে স্টাইলের এক অসাধারণ প্রদর্শনী দিলেন, যা স্মরণীয় হয়ে থাকবে তার ক্রিকেট ক্যারিয়ারে।
৩৫ বছর বয়সী এই ব্যাটার ১৭০ ওয়ানডে ম্যাচে ৫,৮০০ রান সংগ্রহ করেছেন এবং ২৮টি উইকেটও নিয়েছেন। স্মিথের ওয়ানডে ক্রিকেটের অধ্যায় এখন সমাপ্ত হলেও, তার অবদান ও সাফল্য ক্রিকেটপ্রেমীদের মনে চিরকাল থাকবেই।
আপনার মতামত লিখুন :