চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেতে যাচ্ছে নিউজিল্যান্ড। ফাইনালে দলের অন্যতম বোলার ম্যাট হেনরিকে নিয়ে শঙ্কা দেখে গেছে। চোটের কারণে এই ক্রিকেটারকে ছাড়ায় মাঠে নামতে হতে পারে কিউইদের।
আগামী রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
পাকিস্তানে অনুষ্ঠিত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ও টুর্নামেন্ট চলাকালীন কয়েকজনকে চোটে পড়তে দেখা গেছে। চোটের কারনে ভারতের বিপক্ষে সেমিফাইনাল মিস করেছেন ম্যাট শর্ট। এবার ফাইনালের আগে শঙ্কা দেখা গেছে নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরিকে নিয়ে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান ম্যাট হেনরি। ফলে ফাইনালে তার উপস্থিতি নিয়ে বেশ সন্দিহান কিউই কোচ গ্যারি স্টিড।

এবিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় এখানে ইতিবাচক ব্যাপার হচ্ছে তার বোলিং করতে পারাটা। আমরা তার কিছু স্ক্যান করিয়েছি এবং তাকে আমরা সম্ভাব্য সব সুযোগ দিতে চাই ফাইনাল ম্যাচে খেলার ব্যাপারে। তবে এটা (খেলতে পারবে কিনা) এখনও পর্যন্ত কিছুটা অজানা রয়েছে। তার কাঁধের পয়েন্টে এখনও কিছুটা ক্ষত আছে। তবে আশা করছি, সে ঠিক হয়ে যাবে।’
প্রসঙ্গত, টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী ম্যাট হেনরি। এই কিউই বোলারের ঝুলিতে রয়েছে ১০ উইকেট। যার মধ্যে ৫টি আবার ফাইনালের প্রতিপক্ষ ভারতের বিপক্ষেই।
আপনার মতামত লিখুন :