বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি

টুর্নামেন্টসেরার দৌড়ে ১০ তারকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১০:৪৭ এএম

টুর্নামেন্টসেরার দৌড়ে ১০ তারকা

ফাইল ছবি

শেষের পথে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। রোববার (৯ মার্চ) ভারত ও নিউজিল্যান্ডের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে এই আন্তর্জাতিক আসরের।

এবার টুর্নামেন্টে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগতভাবে কিছু ক্রিকেটারও নিজেদের পারফরম্যান্সে আলোর মুখ দেখিয়েছেন। যেখানে রয়েছেন সেই ১০ তারকা, যারা টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে আছেন।

  • ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ডের প্রধান পেসার ম্যাট হেনরি। তিনি এবারের আসরে পর্যন্ত ৪ ম্যাচে ১৬.৭০ গড়ে ১০ উইকেট নিয়েছেন। যদিও ফাইনালের পূর্বে তিনি চোটে পড়েছেন, ফলে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

  • মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)

কিউই অধিনায়ক হিসেবে স্যান্টনার এবার দলের নেতৃত্ব দিয়েছেন। ৪ ম্যাচে ২৭.৭১ গড়ে ৭ উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি ছিল ৪.৮৫।

  • বিরাট কোহলি (ভারত)

ভারতের অন্যতম তারকা বিরাট কোহলি। তিনি এবারের আসরে ৪ ম্যাচে ৭২.৩৩ গড়ে ২১৭ রান করেছেন এবং ফিল্ডিংয়ে ৭টি ক্যাচ নিয়েছেন। টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার তিনি।

  • শ্রেয়াস আইয়ার (ভারত)

এবার ভারতের মিডল অর্ডার সামাল দিচ্ছেন শ্রেয়াস আইয়ার। ৪ ম্যাচে ৪৮.৭৫ গড়ে ১০৫ রান করেছেন এবং বিপর্যয়ের মুহূর্তে দলের জন্য ভরসা হয়েছেন।

  • কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

ইনজুরি থেকে ফেরার পর দারুণ ফর্মে আছেন উইলিয়ামসন। ৪ ম্যাচে ৪৭.২৫ গড়ে ১৮৯ রান করেছেন এবং ৭টি ক্যাচও নিয়েছেন।

  • রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)

রাচিন এবার দুটি সেঞ্চুরি করেছেন এবং ৩ ম্যাচে ২২৬ রান, ২ উইকেট এবং ৪টি ক্যাচ নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে তিনি দারুণ প্রভাব রেখেছেন।

  • গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)

ব্যাটিং পজিশন নিচে থাকলেও ৪ ম্যাচে ১৪৩ রান করেছেন এবং ২ উইকেট ও ৪টি ক্যাচও নিয়েছেন।

  • আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান)

আফগানিস্তানের অলরাউন্ডার, ৩ ম্যাচে ১২৬ রান, ৭ উইকেট এবং ২টি ক্যাচ নিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

  • বরুণ চক্রবর্তী (ভারত)

রহস্যঘেরা স্পিনার বরুণ, মাত্র দুটি ম্যাচে ১৩ গড়ে ৭ উইকেট নিয়েছেন এবং টুর্নামেন্টে তার স্পিন আক্রমণ ভয়ঙ্কর হয়ে উঠেছে।

  • মোহাম্মদ শামি (ভারত)

দীর্ঘ সময় পর চোট থেকে ফিরে ৪ ম্যাচে ১৯.৮৮ গড়ে ৮ উইকেট নিয়েছেন। তার পেস আক্রমণ দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই ১০ তারকা বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন। ফাইনালে তাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে, কে হবে এই আসরের সেরা খেলোয়াড়।

আরবি/এফআই

Link copied!