ফুটবল শুধু খেলা নয়, এ যেন এক আবেগ। তবে এই আবেগ আবার কখনো কখনো হয়ে ওঠে এক নির্মম বাস্তবতা। শনিবার রাতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ক্যাম্পে সেই বাস্তবতার নির্মম রূপই ধরা পড়ল, যখন ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে ঘোষণা এলো—ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ স্থগিত করা হয়েছে। কারণ? পেদ্রি-ইয়ামালদের ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়ার আকস্মিক মৃত্যু।
৫৩ বছর বয়সী মিনারো গার্সিয়া হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেন তিনি এবং গত মৌসুমে ক্লাবটির প্রধান ডাক্তার হিসেবে দায়িত্ব নেন। এর আগ পর্যন্ত তিনি বার্সেলোনার ফুটসাল দলের ডাক্তার হিসেবে কাজ করেছিলেন।
বার্সেলোনা তাদের বিবৃতিতে জানিয়েছে, “আমরা ডঃ চার্লস মিনারো গার্সিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার মৃত্যু এবং এই দুঃখজনক ঘটনাতেই আমরা ওসাসুনার বিপক্ষে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে এই ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে।”
তারা আরও বলেছে, “বার্সেলোনার বোর্ডের সদস্যরা এবং সব কর্মকর্তা-কর্মচারীরা ডঃ গার্সিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর শোক প্রকাশ করছেন।”
এ ঘটনা পুরো ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে এবং বার্সেলোনা এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেছে।
আপনার মতামত লিখুন :