সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বয়স বাড়লেও কমেনি রোনালদোর তীব্রতা, আরেক মাইলফলক

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১১:৪৫ এএম

বয়স বাড়লেও কমেনি রোনালদোর তীব্রতা, আরেক মাইলফলক

ছবি: সংগৃহীত

বয়স বাড়লেও ক্রিস্টিয়ানো রোনালদোর গতি ও তীব্রতা যেন কোনভাবেই কমছে না। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও তার গোল করার আগ্রহ একটুও কমেনি। এমন পরিস্থিতিতে গতকাল রাতে ইরানের ক্লাব এস্তেঘলাল এফসির বিরুদ্ধে গোল করে তিনি আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন।

রোনালদোর এই মাইলফলকের দিনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আল নাসর। শেষ ষোলোর দ্বিতীয় লেগে এস্তেঘলাল এফসির বিরুদ্ধে ৩-০ গোলের জয় পেয়েছে তারা। প্রথম লেগে গোলশূন্য ড্র হওয়ার পর, অ্যাগ্রিগেট ৩-০ ব্যবধানে জয় লাভ করে সৌদি ক্লাবটি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।

টুর্নামেন্টের প্রথম লেগে হোঁচট খাওয়ার পর দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আল নাসর। ম্যাচের নবম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে নাসরকে এগিয়ে দেন নতুন তারকা ডুরান, যা ছিল তার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল।

দ্বিতীয় গোলটি আসে রোনালদোর পা থেকে। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিআর সেভেন একটি নতুন মাইলফলক স্পর্শ করেন। এই পেনাল্টির মাধ্যমে রোনালদো তার ক্যারিয়ারে ৯২৭তম গোলটি করেন এবং ৩০ বছর বয়সে তার গোলসংখ্যা দাঁড়ায় ৪৬৪।

এদিকে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ১০ জনে পরিণত হয় এস্তেঘলাল এফসি। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না আল নাসর। ম্যাচ শেষের ছয় মিনিট আগে, এস্তেঘলালের কফিনে শেষ পেরেকটি ঢোকান জন ডুরান। এঞ্জেলোর পাস থেকে তিনি তার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় গোলটি করেন।

আরবি/এফআই

Link copied!