বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১১:০৪ এএম

banner

টাইব্রেকারে লিভারপুলকে কাঁদিয়ে কোয়ার্টারে পিএসজি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১১:০৪ এএম

টাইব্রেকারে লিভারপুলকে কাঁদিয়ে কোয়ার্টারে পিএসজি

ছবি: সংগৃহীত

আনফিল্ডে গতকাল লিভারপুল ও পিএসজির মধ্যে ছিল এক নাটকীয় রাত। আর সেই রাত শেষে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হলো লিভারপুলকে। দ্বিতীয় লেগে ১-০ ব্যবধানে হারের পর ম্যাচ টাইব্রেকারে গড়ালে পিএসজি গোলকিপার ডোনারুম্মার অসাধারণ পারফরম্যান্সে ৪-১ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ফরাসি এই ক্লাবটি। প্রথম লেগের ১-০ গোলের ঘাটতি পূর্ণ করে কোয়ার্টারে পিএসজি জায়গা নিশ্চিত করে, আর ঘরের মাঠ থেকে বিদায় নিতে হয় অলরেডদের।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথম লেগে পাওয়া লিড কাজে লাগিয়ে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে চেয়েছিল লিভারপুল। তবে মাত্র ১২ মিনিটেই রক্ষণভাগে এক বড় ভুলের মাশুল দিতে হয় তাদের।

ব্র্যাডলি বারকোলার ক্রস ঠেকাতে গিয়ে গোলকিপার অ্যালিসন ও ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে ভুল বোঝাবুঝিতে পড়েন। কোনাতে বল ক্লিয়ার করতে গিয়ে অ্যালিসনের নাগালের বাইরে পাঠিয়ে দেন এবং সেই সুযোগে ডেম্বেলে প্রায় গোললাইনের কাছ থেকে বল জালে পাঠান।

পিএসজি আরও কিছু সুযোগ পেয়েছিল ব্যবধান বাড়ানোর, তবে লিভারপুলের গোলকিপার অ্যালিসন ডেম্বেলে এবং খভিচা কভারাতস্কেলিয়াকে দারুণ সেভ করে রুখে দেন। প্রথমার্ধ ১-০ ব্যবধানেই শেষ হয়।

বিরতির পর লিভারপুল আক্রমণের গতি বাড়ালেও পিএসজির শক্তিশালী রক্ষণ তাদের একাধিক সুযোগে আটকায়। ডোনারুম্মার অসাধারণ সেভে গোল বঞ্চিত হন লুইস দিয়াজ, বদলি খেলোয়াড় জারেল কুয়ানসার শট পোস্টে লেগে ফিরে আসে এবং ডমিনিক সোবোসলাইয়ের গোল অফসাইডে বাতিল হয়ে যায়।

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের সুযোগ সৃষ্টি হয়নি। তবে, পিএসজি তখন স্পষ্টতই এগিয়ে ছিল। ডেম্বেলের প্রচেষ্টাকে অ্যালিসন ঠেকালেও লিভারপুলের ক্লান্তি স্পষ্ট ছিল। অবশেষে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে লিভারপুলের পক্ষে একমাত্র স্পট-কিকটি সফল করেন মোহামেদ সালাহ। তবে ডারউইন নুনেস এবং কার্টিস জোন্সের শট ডোনারুম্মা রুখে দেন। অপরদিকে, পিএসজির পক্ষে ভিটিনহা, গঞ্জালো রামোস, ওসমান ডেম্বেলে এবং দেজিরে দোয়ে সাফল্যের সঙ্গে তাদের শট নেয়। দোয়ের শটে জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির।

টাইব্রেকারের পর হতাশ লিভারপুল খেলোয়াড়রা মাঠে বসে পড়েন। এই মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা লিভারপুল চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখছিল, কিন্তু শেষ ১৬ থেকেই তাদের বিদায় নিতে হলো।

আনফিল্ডের বিদ্যুতায়িত পরিবেশ, সমর্থকদের গগনবিদারী চিৎকার—সব ছিল, কিন্তু লিভারপুল পারল না তাদের নামের প্রতি সুবিচার করতে। প্রথম লেগে ভাগ্যের সহায়তা পেলেও ফিরতি লেগে তা পাশে পেল না ইংলিশ জায়ান্টরা।

আরবি/এফআই

Link copied!