সোমবার, ৩১ মার্চ, ২০২৫

নারী প্রশ্নে আফগানদের না আয়ারল্যান্ডের?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৪:০৮ পিএম

নারী প্রশ্নে আফগানদের না আয়ারল্যান্ডের?

ছবি: সংগৃহীত

চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলার কথা ছিলো আয়ারল্যান্ডের। তবে সেই সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড। ক্রিকেট বোর্ডের বাজেট সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এই সিরিজ বাতিল করেছে আইরিশ বোর্ড। 

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম এক বিবৃতে বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে পরিকল্পিত সিরিজটি আর্থিক কারণে করা সম্ভব হচ্ছে না। আমাদের স্বল্পমেয়াদি বাজেট–সংকট মোকাবিলা করতে হচ্ছে এবং বোর্ডের কৌশলগত লক্ষ্য অনুযায়ী বিনিয়োগের ভারসাম্য বজায় রাখতে হবে।’

উল্লেখ্য, আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় আফগানিস্তানের নারী দল থাকা বাধ্যতামূলক। তবে ২০২১ সালে দেশটিতে তালেবান ক্ষমতা নেওয়ার পর নারীদের খেলাধুলাতে নিষেধাজ্ঞা জারি করে। যা নিয়ে এরই মধ্যে আফগানিস্তানকে নিষেধাজ্ঞা দিতে আইসিসি’র কাছে আবেদন করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

আয়ারল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এই সিরিজগুলো বাতিল হওয়ায় বিরাট ক্ষতির মুখে পড়বে আফগানিস্তান ক্রিকেট। 
এদিকে আফগানিস্তান সিরিজ বাতিল করলেও ব্যস্ত সূচী থাকবে আয়ারল্যান্ডের। আগামী মে ও জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আইরিশরা। সেপ্টেম্বরে প্রথমবারের মতো আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।
 

আরবি/আরডি

Link copied!