চলতি বছর জুনে তিনটি এক দিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। সেই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সূত্র বলছে, আগামী ১ মে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ‘এ’ দল। এরপর ৫ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে এক দিনের ম্যাচ। ৭ ও ১০ মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
এরপর একই মাঠে ১৪ মে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ২১ মে থেকে ২৪ মে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
উল্লেখ্য, নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজটি গত বছর হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থির কারণে নিরাপত্তা ইস্যুতে সিরিজটি স্থগিত করেছিল
নিউজিল্যান্ড। পরবর্তীতে সিরিজটি পিছিয়ে যায়৷ চলতি মাসে নিউজিল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফরে সন্তুষ্টির পর মাঠে গড়াতে চলছে ‘এ’ দলের এই সিরিজ।
একনজরে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরের সূচি :
৫ মে- প্রথম এক দিনের ম্যাচ- সিলেট
৭ মে- দ্বিতীয় এক দিনের ম্যাচ- সিলেট
১০ মে- তৃতীয় এক দিনের ম্যাচ- সিলেট-২
১৪ মে-১৭ মে- প্রথম এক দিনের ম্যাচ- সিলেট
২১ মে- ২৪ মে- দ্বিতীয় এক দিনের ম্যাচ- মিরপুর
আপনার মতামত লিখুন :