ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের আগে এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা বলেছিলেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও।’ তবে মাঠে দেখা গেছে ঠিক উল্টো চিত্র। এদিন মাঠের পারফরম্যান্সে এই ব্রাজিলিয়ান ছিলেন অনেকটাই নিষ্প্রভ।
বুধবার (২৬ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। এ জয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বেও জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আলবেসেস্তেদের এই বড় জয়ের পর রাফিনহার বেফাঁস মন্তব্যের জবাব দিয়েছেন লিয়ান্দ্রো পারদেস, এনজো ফার্নান্দেজ ও জুলিয়ান আলভারেজরা।
ম্যাচ শেষে রাফিনহাকে কড়া জবাব দিয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তিনি বলেন, ‘খেলার আগেই আপনার কথা বলার প্রয়োজন নেই। আপনি যখন মাঠে নিজেকে প্রমাণ করতে পারছেন না, তখন এসব কথা বলার কোন মানে নেই। আমরা প্রতিদিন আমাদের প্রতিটি ট্রেনিং সেশন এবং ম্যাচে নিজেদের প্রমাণ করি।’
এদিকে রাফিনহাকে ইঙ্গিত করে নিজের ফেসবুকে পোস্ট করেছেন আরেক মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এ চেলসি তারকা এক ফেসবুক পোস্টে লেখেন, ‘নেক্সট টাইম স্টে হাম্বল রাফিনহা।’

ফেসবুকে নিজের আরেক পোস্টে অবশ্য বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল দলের এক্স হ্যান্ডলে বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়, ‘ধন্যবাদ বাংলাদেশ।এই জয় আপনাদের জন্য।’
এরপর কথা বলেন জুলিয়ান আলভারেজ। রাফিনিয়ার মন্তব্য নিয়ে সাংবাদিকদের এই স্ট্রাইকার বলেন, ‘এটা ঐতিহাসিক জয়, বিশেষ করে প্রতিপক্ষ বিবেচনা করলে এবং তারা যা বলেছে সেটা আমলে নিলে এটা অন্যতম সেরা একটা ম্যাচ। আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করেছি, এখন আমাদের সেদিকে কাজ করতে হবে।’
প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইপর্বের ১৪ ম্যাচ শেষে ১০ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার সংগ্রহ ৩১ পয়েন্ট। সমান ম্যাচে ৬ জয়, ৩ ড্র ও ৫ হারে ২১ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল।
আপনার মতামত লিখুন :