সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বাবর-রিজওয়ানদের ছাড়া নাস্তানাবুদ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৪:১৩ পিএম

বাবর-রিজওয়ানদের ছাড়া নাস্তানাবুদ পাকিস্তান

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরডুবির পর বাবর আজম ও রিজওয়ান আহমেদকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে যায় পাকিস্তান। আর এই কিউইদের কাছে ৪-১ ব্যাবধানে সিরিজটি হেরেছে পাকিস্তান। সিরিজের তৃতীয় ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই ব্যাটে-বলে কিউইদের কাছে নাস্তানাবুদ হয়েছে তারা।

আজ বুধবার (২৬ মার্চ) ওয়েলিংটনে সিরিজের ৫ম ও শেষ টি-২০তে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে তারা।

এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। আগের ম্যাচগুলোর মতো এদিনও আসা-যাওয়ার মিছিলে নাম লেখান দুই ওপেনার মোহাম্মদ হেরিস ও হাসান নেওয়াজ। তবে একপ্রান্ত আগলে ঠিকই নিজের অর্ধশতক তুলে নেন অধিনায়ক সালমান আঘা। ৩৯ বল মোকাবেলা করে ৬টি চার ও ১টি ছক্কার সহায়তায় করেন ৫১ রান।

আর শেষদিকে শাদাব খানের ২০ বলে ২৮ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান দাঁড়ায় পাকিস্তানের সংগ্রহ। কিউইদের হয়ে জিমি নিশাম একাই শিকার করেন পাঁচটি উইকেট।িআর জ্যাকব ডাফি নেন ২ উইকেট।

পাকিস্তানের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড ।। ছবি: সংগৃহীত 

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো গতিতে ব্যাট চালাতে থাকেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। পাওয়ারপ্লেতে নিউজিল্যান্ড কোনো উইকেট না হারিয়েই জড়ো করে ফেলে ৯৩ রান। তখন ১১ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন এলেন। এরপর থিতু হতে পারেনি মার্ক চ্যাপম্যানও।

তবে পাকিস্তানি বোলারদের ছাড় দিতে প্রস্তুত হননি সেইফার্ট। শেষ পর্যন্ত তার অপরাজিত ৯৭ রানে ভর করে ১০ ওভার হাতে রেখেই ম্যাচ জেতে নিউজিল্যান্ড।  

আরবি/আরডি

Link copied!