আইপিএলের প্রথম আসরে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে তাদের হারিয়েছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এরপর একে একে পার হয়েছে আইপিএলের ১৭টি আসর। কিন্তু চেন্নাইয়ের চেপকে জয়ের দেখা পায়নি দলটি।
গতকাল এবারের আইপিএলের নিজেদের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫০ রানে হারিয়েছে রজত পাতিদারের আরসিবি। এর আগে রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, ফাফ ডু-প্লেসিদের মতো রথী-মহারথীরা আরসিবিকে নেতৃত্ব দিলেও কেউ চিদাম্বারামে হারাতে পারেনি চেন্নাইকে।
এর আগে ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চিদাম্বারামে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৪ রানের জয় পেয়েছিল আরসিবি। এরপর প্রায় ১৮ বছর পর গতকাল চেন্নাইকে এম চিদাম্বারাম স্টেডিয়ামে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তাদের এই জয়ে উচ্ছ্বসিত দলটির সমর্থকরা।
এদিন অবশ্য জয়ের নায়ক বলা যায় অধিনায়ক রজত পতিদারকে। ফিল সল্ট, দেবদূত পাডিক্কাল, টিম ডেভিডরা ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেললেও পতিদারের ৩২ বলে ৫১ ছিল একেবারেই আলাদা। তার ঝড়ো ইনিংসে ভর করেই আরসিবি স্কোরবোর্ডে তোলে ১৯৬ রান।
এদিন বোলিংয়েও দুর্দান্ত ছিল আরসিবি। জশ হ্যাজেলউড, ইয়াশ দয়ালরা শুরু থেকেই চাপ সৃষ্টি করে চেন্নাইয়ের ব্যাটারদের ওপর। ফলে দ্রুতই উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা।
শেষদিকে অবশ্য মহেন্দ্র সিং ধোনি ঝড় তুললেও তা ছিল নিতান্তই ব্যবধান কমানো। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সক্ষম হয় চেন্নাই। এতে ৫০ রানের বড় জয় পায় আরসিবি।
আপনার মতামত লিখুন :