বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং হিসেবে আছেন আন্দ্রে অ্যাডাম। তবে খুব শিগগিরই চাকরি হারাতে চলেছেন তিনি। টাইগারদের কোচিং প্যানেলকে শক্তিশালী করতে নতুন পেস বোলিং কোচের খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিগত কয়েক বছর থেকেই বেশ উন্নতি করেছে টাইগারদের পেস বোলিং ইউনিট। তাসকিন-মোস্তাফিজরা বিশ্ব ক্রিকেটে নিজেদেরকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এ ছাড়া সবশেষ নাহিদ রানাও গতির ঝড় তুলে আলোড়ন তুলেছেন দেশের ক্রিকেটে।
তবে পেসারদের এমন কৃতিত্বের মাঝেও পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামকে নিয়ে সন্তুষ্ট নয় বিসিবি। জানা গেছে, তার সাথে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না সংস্থাটি। চুক্তি আগেই এই কোচকে বিদায় বলে দিতে চাইছে বিসিবি।
এদিকে নতুন কোচের তালিকায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান, পাকিস্তানি ও দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি পেসার। জানা গেছে, বেশ কয়েকজন নামি-দামি কোচের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে ক্রিকেট বোর্ড।
এ তালিকায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা শন টেইট। সবশেষ বিপিএলে চিটাগাং কিংসের হয়ে কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত আছেন।
শন টেইট ছাড়াও এ তালিকায় নাম আছে পাকিস্তানের কিংবদন্তী পেসার উমর গুল ও বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের।
আপনার মতামত লিখুন :