বাংলাদেশে আজ (৩১ মার্চ) মহা সমারোহে আয়োজিত হচ্ছে ঈদুল ফিতর। দেশ জুড়ে চলছে উৎসবের আমেজ। যা ছড়িয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। বিশেষ দিনটি সবার জীবনে আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক এমন বার্তা দিচ্ছেন দেশের তারকা ক্রীড়াবিদরা।
গত সপ্তাহেই লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ইংল্যান্ডের শেফিল্ড উইনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীর। বাংলাদেশে এসে তিনি পেয়েছেন ভক্তদের আকুণ্ঠ ভালোবাসা। তাই মুসলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে ভোলেনি ‘বাংলাদেশি ব্লেড’।
হামজা চৌধুরী এক ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে।’
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেছেন, ‘`আসসালামুয়ালাইকুম সবাইকে! ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন।’
এদিকে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররাও।
কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ও দেশ সেরা ব্যাটার তামিম ইকবাল। বর্তমানে হাসপাতাল থেকে ছুটি নিয়ে নিজ বাসায় অবস্থান করছেন তিনি। পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ পালন করছেন বন্ধুদের সাথে। এক ফেসবুক পোস্টে প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এছাড়াও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও ক্রিকেটার মমিনুল হক ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :