বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
আইপিএল ২০২৫

কলকাতার বিপক্ষে মুম্বাইয়ের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৯:১৪ এএম

কলকাতার বিপক্ষে মুম্বাইয়ের দাপুটে জয়

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ জয়ের মধ্য দিয়ে আইপিএলের ১৮তম আসরের নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে টুর্নামেন্টের ছয়বারের চ্যাম্পিয়নরা।

সোমবার (৩১ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে কলকাতা নাইট রাইডার্সকে আগে ব্যাটিংয়ে পাঠান মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় কলকাতা। প্রথম ওভারে কোন রান না করেই সাজঘরে ফেরেন সুনীল নারাইন। এরপরের ওভারেই দলের বিপদ বাড়ায় ডি কক। তরুণ অশ্বিনি কুমারের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন আজিঙ্কা রাহানে এবং আংক্রিশ রঘুবংশী। যদিও দীর্ঘ হয়নি এ জুটি। দলীয় ২৫ রানে বিদায় নেন রাহানে (৭ বলে ১১) । পাঁচে নামা ভেঙ্কাটেশ আইয়ার সুবিধা করতে পারেননি। ৯ বলে ৩ রান করে বিদায় নেন আইয়ার।

এরপর কিছুটা প্রতিরোধ গড়েন রিঙ্কু সিং ও মনিশ পান্ডে। তবে তারাও ব্যর্থ হন। রিঙ্কু আউট হয়েছেন ১৪ বলে ১৭ রান করে। সমান বল খেলে ১৯ রান করে বিদায় নেন মানিশ।

শেষদিকে রমনদ্বীফ সিংয়ের ঝড়ো ব্যাটিং এ ১০০ রানের কোটা পূর্ণ করে কেকেআর। তার ১২ বলে ২২ রানের ইনিংসে ভর করে ১৬.২ ওভার শেষে ১১৬ রান তুলে থামে কলকাতা নাইট রাইডার্স।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৪ উইকেট শিকার করেন অশ্বনি কুমার। ২ উইকেট তুলেছেন দীপক চাহার। ১টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, বিগনেশ পুঠুর এবং মিচেল স্যান্টনার।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং চালিয়ে যায় মুম্বাই। রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনের ওপেনিং জুটি থেকে চলে আসে ৪৬ রান। এরপর রোহিত (১২ বলে ১৩) আউট হওয়ার পর রিকেলটনের সাথে যোগ দেন উইল জ্যাকস।

দলীয় ৯১ রানে থামে জ্যাকসের ইনিংস। ১৭ বলে ১৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। শেষ দিকে সূর্যকুমার যাদব এবং রিকেলটন মিলে সাবলীলভাবেই ম্যাচটি জিতে নেয়। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে ৪৩ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৯ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন সূর্যকুমার। অন্যদিকে ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলে টিকে ছিলেন রিকেলটন।

কলকাতার হয়ে ২ উইকেট শিকার করেছেন আন্দ্রে রাসেল।

এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে ৩ ম্যাচে ২ হারের পাশাপাশি ১ জয় আছে কলকাতা নাইট রাইডার্সের। টেবিলের ১০ম স্থানে নেমে গেছে কলকাতা। অন্যদিকে মুম্বাই উঠেছে ৬ নম্বরে।

আরবি/আরডি

Link copied!