অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে খেলবেন বিরাট কোহলি! টুর্নামেন্টের অন্যতম সফল দল সিডনি সিক্সারসের জার্সিতে মাঠ মাতাবেন তিনি! এমনটিই ঘোষণা দিয়েছে সিডনি সিক্সার্স।
নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পোস্ট করে জানায়, কোহলি দুই মৌসুমের জন্য তাদের দলে যোগ দিয়েছেন। পোস্টে লেখা ছিল, ‘কিং কোহলি! বিরাট কোহলি অফিসিয়ালি সিক্সার্সের খেলোয়াড় আগামী দুই মৌসুমের জন্য।’
তাছাড়া ঐ পোস্টে কোহলির একটি গ্রাফিক ছিল। যেখানে লেখা ছিল, ‘স্বাগতম বিরাট কোহলি’।

আদৌতে তা কি সম্ভব! কারণ সাধারণত ভারতীয় ক্রিকেট বোর্ড সক্রিয় পুরুষ ক্রিকেটারদের আইপিএল ও ঘরোয়া ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিদেশি লিগে খেলার অনুমতি দেয় না। তবে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের জন্য এ আইন প্রযোজ্য নয়।
তবে বিষয়টি নিয়ে পরিষ্কার হওয়া যায় আজকের তারিখের দিকে তাকালে। আজ ১ এপ্রিল। এই দিনে ভুয়া খবর দিয়ে এপ্রিল ফুল বানানোর চল আছে গোটা দুনিয়াজুড়ে। তাছাড়া সিক্সার্স পোস্টের কমেন্টে লেখে ‘ এপ্রিল ফুল’।

পোস্টে বেশ কয়েকজন ভক্ত মন্তব্য করেন, ‘ভালো কৌতুক ছিল। প্রথম দিকে সত্যিই বিশ্বাস করে ফেলেছিলাম।’
তবে বাস্তবে কোহলি সিক্সার্সের দলে যোগ দিচ্ছেন না। বর্তমানে ভারতীয় জাতীয় দলের হয়ে নিয়মিত এই ক্রিকেটার। তাই নিয়ম অনুযায়ী, চাইলেও তিনি অস্ট্রেলিয়ার লিগে খেলতে পারবেন না।
আপনার মতামত লিখুন :