ক্লাব ফুটবলে চলতি মৌসুম খুব একটা ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) টানা চার বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। এনিয়ে কোচ থেকে শুরু খেলোয়াড় সবাইকে নানা সমালোচনা শুনতে হয়েছ। এমনকি কয়েকজন খেলোয়াড়ের বয়স নিয়েও সমালোচনা শুনতে হয়েছে।
রোববার (৩০ মার্চ) এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের সঙ্গে কষ্টার্জিত জয়ে এফএ কাপের সেমিতে পৌঁছেছে দলটি।
এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা। এ সময় তিনি রিপোর্টারদের কাছে জানতে চান, ‘বলেন কোন খেলোয়াড়? নাম বলেন। আমি ও মাতেও কোভাচিচের বয়স ৩০ বছর। আপনি ৩৬ বছর বয়সী খেলোয়াড়দের কথা বলছেন না।’
এসময় একটু রাগান্বিত হয়ে এই পর্তুগিজ তারকা বলেন, ‘ছয় কিংবা চার মাস খারাপ খেললেই আমরা বয়স্ক হয়েছি। আমরা কি এখন ভালো না?’
তিনি আরও বলেন, ‘সর্বশেষ ৮ মৌসুমে ছয়বার প্রিমিয়ার লিগ জিতেছি। আর চার মাস খারাপ যাওয়াতেই আমরা বয়স্ক হয়ে গেলাম? যারা এমনটা বলে তারা খেলাটা বোঝে না কিংবা কখনো খেলেনি। সম্ভবত ফুটবল সম্পর্কে তাদের জ্ঞান নেই।’
এবারের মৌসুমে অনেক আগেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে পেপ গার্দিওলার দল। তাছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও দলটির অবস্থান নড়বড়ে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কিনা দলটি তা নিয়েও রয়েছে নানা সমীকরণ।
তবে এনিয়ে দলের অন্যরা শঙ্কিত হলেও চিন্তিত নন বার্নান্দো। এনিয়ে তিনি বলেন, ‘আমাদের হাতে সময় আছে। কিছু টুর্নামেন্টে পারফরম্যান্স করতে আমরা হয়তো কিছুটা দেরি করে ফেলিছি। তবে আমরা ফিরব, চিন্তার কিছু নেই।’
আপনার মতামত লিখুন :