আগামী ১১ এপ্রিল পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের। যেখানে আলাদা ফ্রাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন তিন বাংলাদেশি ক্রিকেটার লিটন দাশ, রিশাদ হোসেন, নাহিদ রানা। এদের মধ্যে রিশাদ ও লিটন পুরো মৌসুমের জন্য এনওসি পেলেও নাহিদ রানা যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের পর।
পিএসএলে অংশ নিতে গতকাল দেশ ছেড়েছিলেন রিশাদ হোসেন। এর এক দিন পর মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিএসএল খেলতে উড়াল দিয়েছেন ওপেনার লিটন দাসও।
প্লোয়ার্স ড্রাফট থেকে লিটন দাশকে সরাসরি দলে ভেড়ায় করাচি কিংস। অন্য দুই খেলোয়াড় লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে এবং পেসার নাহিদ রানা প্রতিনিধিত্ব করবেন পেশোয়ার জালমিকে।
দেশ ছাড়ার আগে লিটন দাস তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে তিনি নিজের এবং তার দল করাচি কিংসের জন্য সবার দোয়া ও সমর্থন চেয়েছেন।
অন্যদিকে, দেশ ছাড়ার আগে রিশাদ হোসেন তার দল লাহোর কালান্দার্সকে শিরোপা জেতানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
পিএসএলের দশম আসরে এই তিন বাংলাদেশি তারকার পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। লিটন ও রিশাদের পুরো টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ থাকায়, তারা কতটা আলো ছড়াতে পারেন সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে, সিলেট টেস্ট শেষে নাহিদ রানা পেশোয়ার জালমিতে যোগ দেয়ায়, তিনিও দলের সাফল্যে কতটা অবদান রাখতে পারেন তা নিয়েও আগ্রহ থাকবে ক্রিকেট মহলে।
আপনার মতামত লিখুন :