চলছে দেশের সবচেয়ে পুরোনো ঘরোয়া ক্রিকেট লিগ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আন্তর্জাতিক ক্রিকেট বর্তমানে টাইগারদের আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় জাতীয় দলের প্রায় অধিকাংশ ক্রিকেটারেই খেলছেন ডিপিএলের এবারের আসরে।
তবে ব্যতিক্রম মুস্তাফিজুর রহমান। চলমান ডিপিএলে কোন দল পাননি জাতীয় দলের এই তারকা পেসার। ক্লাবগুলোর সঙ্গে পারিশ্রমিক চুক্তি ঠিকঠাক না হওয়ায় খেলছেন না ফিজ। তবে এরপর জানা যায়, তিনি কাঁধের ইনজুরিতে ভুগছেন। তবে সেটা গুরুতর কিছু নয় বলেই জানা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময় চোট পেয়েছিলেন বাঁ-হাতি টাইগার পেসার।
সে হিসেবে টুর্নামেন্ট শেষে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন মুস্তাফিজ। পাশাপাশি চোট পুনর্বাসন প্রক্রিয়াও চালিয়ে গেছেন। বর্তমানে মুস্তাফিজ পুরোপুরি ফিট রয়েছেন বলে বিসিবির এক চিকিৎসক নিশ্চিত করেছেন। বর্তমানে নিয়মিত শের-ই-বাংলায় অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
মুস্তাফিজের সঙ্গে ডিপিএলের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব যোগাযোগ করছে নিয়মিত। দলটির প্রধান কোচ তালহা জুবায়ের বলছিলেন, ‘আমরা সবসময় আগ্রহী রয়েছি। মুস্তাফিজ অনুশীলন করছে, জানিয়েছে আরও তিন সেশন লাগবে তার। এরপর জানা যাবে খেলবে কি না।`
আপনার মতামত লিখুন :