ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ালিফায়ার্সে ১০ জনের দল নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে আবাহনী। মঙ্গলবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে এই অর্জন লাভ করেছে।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে চলে যায়। টাইব্রেকারে আবাহনী ৪-২ গোলে জয় লাভ করে এবং ফাইনালে স্থান করে নেয়। এখন কিংসকে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার্সে জেতা রহমতগঞ্জের বিপক্ষে।
এদিন ম্যাচের ৪২ মিনিটে আবাহনীর আসাদুজ্জামান বাবলু দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন, ফলে আকাশি-নীলরা ১০ জনের দলে পরিণত হয়। এই সুযোগ কাজে লাগিয়ে ৫৬ মিনিটে কিংস লিড নেয়। জোনাথনের লম্বা শটের পা লাগিয়ে মজিবুর রহমান জনি বলটি আবাহনীর জালে পাঠান।
তবে একজন কম নিয়েও আবাহনী বসুন্ধরা কিংসকে সহজে গোল করার সুযোগ দেয়নি। ম্যাচের ৮৭ মিনিটে আবাহনী ফিরতে সক্ষম হয়, যখন আরমান ফয়সাল আকাশ গোল করেন। অতিরিক্ত সময়ের পর খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই আবাহনী ৪-২ গোলে হারায় বসুন্ধরাকে।
আপনার মতামত লিখুন :