জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত এই দলে নেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদ। বিসিবি জানিয়েছে, চোট এবং ভবিষ্যতের ব্যস্ত সূচি তার মাঠে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাসকিন আহমেদ এখনও বাম পায়ের অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছেন এবং বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। তার জন্য মেডিকেল বিভাগ সুপারিশ করেছে যে, তাকে এই সিরিজে রাখা না হলে ভালো হবে।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ গণমাধ্যমকে বলেন, ‘প্রতিটি সিরিজের আগে আমরা মেডিকেল ও ফিজিওদের কাছ থেকে খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে স্পষ্ট ফিডব্যাক নিয়ে থাকি। বিশেষ করে পেসারদের ইনজুরি একটি বড় বিষয়। শেষ পর্যন্ত আমাদের পরিষ্কারভাবে জানানো হয়েছে যে, তাসকিনকে এই সিরিজে না রাখা হবে।’
এতদিন ধরে তাসকিন জাতীয় দলের পেস আক্রমণের মূল ভরসা ছিলেন, কিন্তু এবার ইনজুরির কারণে তাকে বাইরে রেখেই স্কোয়াড সাজাতে হয়েছে নির্বাচকদের। সামনে জাতীয় দলের অনেক ম্যাচ রয়েছে, তাই বোর্ড তাকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য সময় দিয়েছে।
আপনার মতামত লিখুন :