পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) দশম আসর খেলতে এরইমধ্যে পাকিস্তান পৌঁছেছেন দুই বাংলাদেশি লিটন দাশ এবং রিশাদ হোসেন। আর এই দুই খেলোয়াড়কে বরণ করে নিয়েছে নিজ দলের সতীর্থরা।
চলতি মাসের ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএলের এবারের আসর। যেখানে করাচি কিংসের হয়ে মাঠ মাতাবেন লিটন দাশ। লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা আছে স্পিনার রিশাদ হোসেনের।
এদিকে পাকিস্তানের পৌঁছানোর পরই উত্তরীয় পরিয়ে লিটনকে বরণ করেছে করাচি কিংস। লিটন টিম হোটেলে যেতেই তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ হাস্যজ্জ্বল ছিলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
অন্যদিকে রিশাদের সাথে দেখা করে তার খোঁজখবর নিয়েছেন দলের মালিক এবং সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাহোর কালান্দার্সের এক পোস্টে দেখা যায় দলের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও জিম্বাবুইয়ান তারকা সিকান্দার রাজাকে নিয়ে দলের মালিক রিশাদের রুমে গিয়ে টোকা দেন। রিশাদ বের হয়ে এলে তার সাথে খোশগল্পে মেতে ওঠেন সবাই। সিকান্দার রাজা রিশাদকে বাংলায় বলেন, ‘তুমি কি আমার বন্ধু?’
আপনার মতামত লিখুন :