উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠার জন্য আজ রাতে মাঠে নামছে পিএসজি এবং অ্যাস্টন ভিলা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে পিএসজি নিজেদের মাঠে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে। সেমিফাইনালে যাওয়ার জন্য ফুটবল বিশেষজ্ঞরা পিএসজিকেই ফেভারিট হিসেবে বিবেচনা করছেন। তবে পিএসজি কোচ লুইস এনরিকে নিজেদের ফেভারিট হিসেবে মানতে নারাজ।
এদিকে, এই ম্যাচে ২০২২ সালের বিশ্বকাপের স্মৃতি ফিরে আসছে। বিশেষত আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এই স্মৃতির অংশ। গোলবারে তার দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাস্টন ভিলা উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। আর তাই এবার, সেমিফাইনালে ফরাসি ফরোয়ার্ডরা তার বিরুদ্ধে যত বেশি সম্ভব গোল করে কাতার বিশ্বকাপে ফাইনালে হারের প্রতিশোধ নিতে চান। প্যারিস ক্লাবের ফরাসি ফরোয়ার্ড দিজিরে দুয়ে এমনটাই জানিয়েছেন।
১৯ বছর বয়সী দুয়ে ২০২২ বিশ্বকাপে খেলেননি, তবে মার্টিনেজের বিরুদ্ধে গোল করতে চাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এখনও তার বিপক্ষে আমি খেলিনি। তবে আমার কাছে তিনি অন্য কোনো গোলকিপারের মতোই। এটা সত্যি যে, ফরাসি ফরোয়ার্ডদের মধ্যে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আগ্রহ থাকতে পারে। আমাদের লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব গোল করা।’
এদিকে, পিএসজি কোচ এনরিকে ফুটবলে ফেভারিট তত্ত্ব নিয়ে সন্দিহান। গতকাল কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লিভারপুলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বাজিকররা বলেছিল, আমাদের কোনো সুযোগ নেই। তবে ফুটবলে ফেভারিট শব্দের কোনো গুরুত্ব নেই। যে আটটি দল কোয়ার্টার-ফাইনালে আছে, তারা এখানে আসতে একদম প্রাপ্য। মাঠে আমাদের নিজেদের কাজটা করতে হবে এবং জেতার যোগ্য হতে হবে।’
পিএসজির কোচ উনাই এমেরি ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত ছিলেন, আর এবার লম্বা সময় পর প্যারিসে ফিরছেন অ্যাস্টন ভিলার কোচ। এনরিকে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তিনি এক অসাধারণ কোচ। অ্যাস্টন ভিলা খুব ভালো একটি দল।’
আপনার মতামত লিখুন :