বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সন্দেহজনক পারফরম্যান্স নিয়ে গুঞ্জন উঠেছে। আলোচনার কেন্দ্রে রয়েছে গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে একটি আউটের ঘটনা। এদিন এক ক্রিকেটার ক্রিজ থেকে বের হয়ে আসার পর উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেওয়ার আগমুহূর্তে লাইনে ব্যাট ঢুকিয়ে আবারো বের করে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ (বুধবার) দশম রাউন্ডের ম্যাচে গুলশান ও শাইনপুকুর মুখোমুখি হয়। গুলশান আগে ব্যাট করে ৪১ ওভারে ১৭৮ রান তোলে এবং অলআউট হয়। লক্ষ্য তাড়ায় শাইনপুকুর প্রায় জয়ী হতে যাচ্ছিল। তাদের শেষ উইকেটে ৭ রান প্রয়োজন ছিল। ঠিক সেই মুহূর্তে অদ্ভুতভাবে আউট হয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন শাইনপুকুরের টেলএন্ডার মিনহাজুল আবেদিন সাব্বির।
এই ম্যাচের ৪৪তম ওভারের প্রথম বলটি ছিল স্পিন-অলরাউন্ডার নাঈম ইসলামের। তিনি ওয়াইড লাইনের বাইরে বল করেন এবং আম্পায়ার ওয়াইডের সংকেত দেন। কিন্তু স্ট্রাইকে থাকা ব্যাটার সাব্বির এগিয়ে এসে বলটি খেলতে গিয়ে লাইন মিস করেন। আউট হতে না চাইলে সাব্বির পপিং ক্রিজে ব্যাট ঢুকিয়ে রাখেন, কিন্তু পরে তা বাইরে বের করে দেন। উইকেটকিপার প্রথমে ভারসাম্য হারিয়ে স্টাম্প ভাঙতে পারেননি, কিন্তু পরবর্তী সুযোগে সাব্বিরের ব্যাট বাইরে দেখে তিনি তাকে আউট করেন।
এই ঘটনার মাধ্যমে সাব্বিরের ৩৪ বলে ৮ রানের সংগ্রামী ইনিংসের ইতি ঘটে এবং শাইনপুকুর ৫ রানে হেরে মাঠ ছাড়ে। কিন্তু এই আউট নিয়ে সামাজিক মিডিয়ায় ব্যাপক সমালোচনা চলছে। ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক নেটিজেন ‘ম্যাচ পাতানো’ কিংবা ‘ফিক্সিং’য়ের সন্দেহ প্রকাশ করছেন।
এ বিষয়ে সাবেক ক্রিকেটার এবং বর্তমানে কোচ রাজিন সালেহ ও ক্রিকেটার শামসুর রহমান শুভ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। শামসুর রহমান আউটের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সিরিয়াসলি শেম।’ রাজিনও ফেসবুকে পোস্টে নিন্দা জানিয়েছেন, ‘শেম ডিপিএল।’
আপনার মতামত লিখুন :