বার্সেলোনার বিরুদ্ধে ‘অযোগ্য ফুটবলার’ খেলানোর অভিযোগ নিষ্পত্তি করল শৃঙ্খলা কমিটি। সেখানে তারা বার্সেলোনার পক্ষে রায় দিয়েছে। এতে করে রীতিমত স্বস্তি ফিরেছে কাতালানদের শিবিরে।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পরপরই গত ২৭ মার্চ বার্সেলোনার মুখোমুখি হয় ওসাসুনা। সেই ম্যাচে ডিফেন্ডার ইনিগো মার্তিনেসের খেলা নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) শৃঙ্খলা কমিটিতে অভিযোগ করে দলটি।
ফিফার একটা নিয়মের সূত্র ধরে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ এনেছিল ওসাসুনা। যার কেন্দ্রে ছিলেন ৩৩ বছর বয়সী ডিফেন্ডার মার্তিনেস, যিনি ডাক পেলেও চোটের জন্য স্পেন দলে যোগ দেননি।
বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েন বা প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচের পর পাঁচ দিন ক্লাবের হয়ে তিনি খেলতে পারবেন না, যদি না ফেডারেশন এই ক্ষেত্রে ওই খেলোয়াড়কে খেলার অনুমতি দেয়।
গত আন্তর্জাতিক বিরতিতে স্পেনের শেষ ম্যাচ ছিল ২৩ মার্চ। এর চার দিনের মধ্যে ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি হয়। সেই ম্যাচে মার্তিনেস খেলায় নিয়ম ভঙ্গের অভিযোগ আনে ৩-০ ব্যবধানে হেরে যাওয়া ওসাসুনা।
উয়েফা নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের স্পেন দলে ডাক পেয়েছিলেন মার্তিনেস। কিন্তু হাঁটুর চোটের কারণে পরে দল থেকে ছিটকে পড়েন তিনি।
তার চোটের মেডিকেল রিপোর্ট পাঠানোর পর তাকে স্পেন জাতীয় দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয় ১৭ মার্চ।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মুন্দো দেপোর্তিভো রায় বার্সেলোনার পক্ষে আসার কারণ ব্যাখ্যা করেছে। সেখানে তারা বলেছে, ফিফার ব্যাখ্যা বার্সেলোনার পক্ষে ছিল। কাতালান ক্লাবটি দাবি করে, পাঁচ দিনের নিয়ম কার্যকর হবে, যদি কোনো ক্লাব জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে না চায় কিংবা কোনো খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলতে না চায়।
তবে এখানেই হাল ছাড়তে রাজি নয় ওসাসুনা। এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটিতে যাওয়ার কথা বলেছে তারা।
আপনার মতামত লিখুন :